ভারত নয় দুনিয়ার সবচেয়ে কঠিন পরিক্ষা হয় এই দেশে, ১২ বছর ধরে পরিক্ষা প্রস্তুতি নেয় ছাত্ররা

ভারতের সবচেয়ে কঠিন পরিক্ষা গুলো হলো IIT-Jeet। আর এই পরিক্ষা পাশ করার মাধ্যমেই একটি ছাত্র বা ছাত্রী কেরিয়ারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারেন। তেমনি আমেরিকায় একটি কঠিন পরিক্ষা গুলোর মধ্যে অন্যতম একটি পরিক্ষা হলো SAT অর্থাত্ Scholastic Assessment Test। কিন্তু আপনি কি জানেন ভারত বা আমেরিকা নয় দুনিয়ার সবচেয়ে কঠিন পরিক্ষায় হয় কোন দেশে?

সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম ইরুডেরাতে দুনিয়ার সবচেয়ে কঠিন পরিক্ষার প্রশ্নপত্র প্রকাশ পেয়েছে। যেখানে বলা হয়েছে দুনিয়ার সবচেয়ে কঠিন পরিক্ষা হলো চীনের গাওকাও পরিক্ষা (Gaokao Exam)। এই পরিক্ষার যে প্রশ্নপত্রটি সম্প্রতি ইরুডেরাতে প্রকাশ পেয়েছে সেখানে ছিল দুনিয়ার সবচেয়ে কঠিন থেকে কঠিনতর সব প্রশ্ন। একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাওকাও পরিক্ষা সর্বোচ্চ দুই দিন ধরে চলে এবং বাচ্চাদের প্রতিদিন ১০ ঘন্টা ধরে এই পরিক্ষা দিতে হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতিবেদন আরও বলা হয়েছে, ১২ বছর ধরে চলে এই গাওকাও পরিক্ষার প্রস্তুতি। এছাড়াও প্রতিবছর ১ কোটিরও বেশি চীনা ছাত্র-ছাত্রী এই পরিক্ষায় অংশগ্রহণ করেন। জানা গিয়েছে,গাওকাও পরিক্ষায় চীনা সাহিত্য, গণিত এবং একটি ইংরেজি সাবজেক্ট (Subject) অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও কোন পরীক্ষার্থী চাইলে অন্যান্য বিষয়ও বেছে নিতে পারেন।

জানা গেছে, এই পরিক্ষায় অংশ নিতে হলে সর্বপ্রথম পরীক্ষার্থীদের একটি ফর্ম পূরণ করতে হয়। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহিত এই পরিক্ষায় অংশ নিতে পারেন তাঁরা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment