আপনার কাছে কি পুরনো ছেঁড়া ফাটা নোট আছে? তাহলে জেনে নিন RBI-এর এই নিয়ম সমন্ধে, নইলে বিপদে পড়বেন

#নিউজ ডেস্কঃ অনেকের কাছেই পুরোনো কিংবা ছেঁড়াফাটা নোট থাকে। অনেক সময়ই সেগুলো বিক্রি করতে গিয়ে নানান প্রতারণার শিকার হয়ে থাকেন অনেকেই।আর এ প্রতারিত হওয়ার হাত থেকে গ্রাহকদের বাঁচানোর জন্য একটি রুলস বা ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI-এর একটি নিয়ম রয়েছে। আর এ নিয়ম মোতাবেক পুরোনো বা ছেড়া ফাটা নোট বিক্রি করতে গিয়ে আর সমস্যা কিংবা প্রতারিত হতে হবে না আপনাকে।

RBI তাদের নিয়মে জানিয়েছে, অনেকেই আছেন যারা তাদের ছেড়া নোট বা পুরনো নোট বাইরে দালালদের কাছে বিক্রি করে থাকেন। এমতাবস্থায় বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হন তাঁরা। তাই তাদের উদ্দেশ্য RBI-এর রুলস বলে, এমন ব্যক্তিরা তাদের নিকটবর্তী ব্যাংকে (Bank) এসে পুরোনো ছেঁড়া ফাটা নোট পরিবর্তন কিংবা চাইলে পুরনো নোটের বদলে নতুন নোট নিতে পারেন। আর যাদের কাছে এমন নোট রয়েছে যেগুলো এখন সচরাচর মেলে না এমন নোট তারা RBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিক্রি করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RBI-এর রুলস অনুযায়ী, নোট যত ছেড়া হবে তার মূল্য তত কম হবে। অর্থাৎ কারো কাছে ২০টিরও বেশি ছেড়া নোট থাকলে এবং তাদের পরিমাণ যদি ৫০০০ টাকা হয় তাহলে ছেড়া নোট গুলির গুণমান হিসাবে তার বা মূল্য দেওয়া হবে গ্রাহককে। এবং এর জন্য একটি লেনদেন ফিও নেওয়া হবে বলে জানায় RBI

RBI-এর নিয়মে বলা হয়েছে, কোন ব্যাংক যদি ছেড়া নোট পরিবর্তন করতে অস্বীকার করে তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে RBI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানানোর জন্য। এবং সেই ব্যাংকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। RBI-এর নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তি জাল টাকা পরিবর্তন করতে ব্যাংকে আসতে পারবেন না। যদি জাল টাকা সমেত কেউ ধরা পড়েন তাহলে তার জেল পর্যন্ত হতে পারে।

#আরো পড়ুনঃ ব্যাংকে তো যান, কিন্তু KYC,র Full form কি জানেন? কেন এটি করা জরুরি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment