#টেক নিউজ ডেস্কঃ সবার পুরোনো চেনা যানা কম্পানি নোকিয়া নিজেদের মার্কেট ধরে রাখতে বাজারে নিয়ে আসতে চলেছে একের পর এক দুর্দান্ত মোবাইল। সাথে মোবাইলের দামে প্রচুর পরিমাণে ছাড় দিচ্ছে নোকিয়া। এবার Noki c21 plus ফোনটি অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে অনলাইনে। মাত্র ৬০ টাকায় পাওয়া যাচ্ছে Nokia c21 plus ফোনটি।
যদিও Nokia c21 plus ফোনটির বর্তমান বাজার মূল্য ১১,৯৯৯ টাকা। কিন্তু Flipkart এ Nokia c21 plus ফোনটি কেনা যাবে মাত্র ৯,৭৯৯ টাকা দিয়ে। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৮৯০ টাকা ছাড়ে পাওয়া যাবে এ ফোনটি। তবে সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে Nokia c21 plus ফোনটি ৯,৭৯৯ টাকা নয় বরং মাত্র ৬০ দিয়ে ক্রয় করা যাবে এই ফোন। কিন্তু কিভাবে?
জানা গেছে, Flipkart অবিশ্বাস্য ছাড়ে যেমন Nokia c21 plus ফোনটি পাওয়া যাচ্ছে তেমনি আবার দূরান্ত Exchange অফারও চলছে এই ফোনটির উপরে। অর্থাৎ একটি পুরোনো মোবাইলের বদলে মাত্র ৬০ টাকায় পাওয়া যাবে নোকিয়া ব্র্যান্ডের এ মোবাইলটি। তবে এক্ষেত্রে পুরোনো ফোনটির দামের উপরে নির্ভর করছে Nokia c21 plus ফোনটির মূল্য কতো হবে।
Nokia c21 plus specification:
নোকিয়ার এ ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি IPS LCD display (৭২০×১৬০০) resolution. রয়েছে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন বেজেল-লেস। রয়েছে ওয়াটার ড্রপ নচ। এ ফোনটির দুটি ভেরিয়ান্টে রয়েছে, যাতে ব্যবহার করা হয়েছে octa core SC9863A প্রসেসর। সাথে রয়েছে ৪ জিবি RAM. এছাড়াও ফোনটিতে রয়েছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, সাথে ২ মেগা পিক্সেল-এর ডেপথ সেন্সর রয়েছে। এবং সেলফির জন্য রয়েছে ৫ মেগা পিক্সেল ক্যামেরা।
নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000mah এর। এছাড়াও আরো বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন Flipkart-এর পেজ থেকে।
#আরো পড়ুনঃ WhatsApp থেকে ফটো ডিলিট হয়ে গেছে? চিন্তা নেই, WhatsApp থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনুন এভাবে