Friday, December 1, 2023

মেয়েদের এই ৬টি কাজ পছন্দ নয় কোন ছেলের, শুধু মানসিক যন্ত্রণা দেয়

প্রতিটা সম্পর্কে মেয়েদের থেকেও ছেলেরা নাজুক হয়ে থাকে। এরা চুপচাপ সঙ্গীর করা ভুল গুলো মুখ বুজে সয়ে যায়। এমনকি কখনো কখনো এরা বুজতে দেয় না যে সঙ্গীর করা ভুলের কারণে এরা কষ্টের মধ্যে আছে। কিন্তু মেয়েরা যদি এই সমস্ত ভুল গুলো প্রতিনিয়তই করে যায় তাহলে একসময় সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই যেনে নিন মেয়েদের এমন ৬টি কাজ যা ছেলেদের একদমই অপছন্দ কিন্তু ছেলেরা সেই কথা মুখ ফুটে বলতে পারে না।

মেয়েদের এমন ৬টি কাজ যা কোন ছেলেই পছন্দ করে নাঃ 

১) যে কোন বিষয় টেনে লম্বা করা– মেয়েদের একটি স্বভাব হচ্ছে তারা যে কোন বিষয়কে অযথা টেনে লম্বা করে। আর মেয়েদের এই কাজটাই ছেলেদের পছন্দ নয়। ছেলেরা চায় কোন বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হলে সেই ঝগড়ার দ্রুত নিষ্পত্তি। কিন্তু মেয়েরা সেই ঝগড়া অযথাই সমানে এগিয়ে নিয়ে যায়।

২) অযথাই রাগ করা– ছেলেরা সাধারণত চুপচাপ থাকতে পছন্দ করে। তাঁরা চুপ থেকে কোন বিষয় নিয়ে গভীর ভাবে ভাবনা চিন্তা করে। কিন্তু মেয়েরা মোটেও চুপচাপ থাকার মানুষ নয়। তারা এমন সঙ্গী খোঁজেন যারা তাদের সাথে তালে তাল মিলিয়ে কথোপকথনে যুক্ত হবেন। তাই সম্পর্কে কোন ছেলে চুপচাপ থাকলে অনেক সময় বেশি কথা না বললে মেয়েরা রেগে যায়। আর মেয়েদের এই আচরণ পছন্দ নয় কোন ছেলের।

৩) অবাস্তব প্রত্যাশা– মেয়েরা সিনেমা দেখে তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের অবাস্তব প্রত্যাশা তৈরি হয় যেমন, প্রেমিক হবেন সিনেমাতে দেখানো হিরোর মতো, হবেন রোমান্টিক আরোও ইত্যাদি ইত্যাদি‌। কিন্তু স্যতি বলতে বাস্তব তার উল্টো হয়। মেয়েদের এই অবাস্তব প্রত্যাশা ছেলেদের অপছন্দ।

Sad couple

৪) স্পষ্ট করে না বলা– ছেলেরা যত সহজে না বলে দেয় মেয়েরা তা করে না। মেয়েরা সাধারণত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে থাকে। আর মেয়েদের এই কাজ পছন্দ করেন না কোন ছেলে।

৫) তৈরি হতে লাগে আধ ঘন্টা– ছেলেরা পোশাক নিয়ে বেশি বিভ্রান্তিকর নয়। তাই এদের তৈরি হতেও বেশি সময় লাগে না। এদিকে মেয়েরা তাদের পছন্দের পোশাক নিয়ে সবসময় বিভ্রান্তিকর অবস্থায় থাকে। এরা ১০ মিনিটে তৈরি হওয়ার নাম করে আধ ঘন্টা লাগিয়ে দেয়। আর মেয়েদের এই কাজ খুবই বিরক্তিকর লাগে ছেলেদের কাছে।

৬) কোন কাজ নিয়ে নাটক করা– এমন অনেক কাজ আছে যেগুলো মেয়েদের করতে খুবই ভালো লাগে, কিন্তু তা সত্তেও ভালো না লাগার নাটক করে যায় মেয়েরা। মেয়েদের এই কাজ ছেলেদের মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়।

আপনার জন্য
WhatsApp Logo