#অফবিট নিউজ ডেস্কঃ প্রতিদিন হাজার হাজার ট্রেন চলে। সেই ট্রেনে যাতায়াত করেন লাখ লাখ মানুষ। এমতাবস্থায় ট্রেনের সকল যাত্রীদের নিরাপত্তা দেওয়া এবং তাদের নিরাপদে গন্তব্য পৌঁছে দেওয়া এটি রেলওয়ে ডিপার্টমেন্টের কর্তব্য। তাই ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে বেশ কিছু নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছে যাত্রীদের জন্য। যেই নিয়ম সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনার জরিমানা কিংবা ১ বছরের জেলও হতে পারে।
ট্রেনে উঠে এই কাজ গুলো কখনোই করবেন নাঃ
১) চেন টানা– ট্রেনে চড়ে কখনো ট্রেনের চেন টানা উচিত নয়। এটি একটি আইনগত অপরাধ। কোন প্রয়োজন ছাড়া ট্রেনের চেন টানলে তার জেলও হতে পারে। ভারতীয় রেলের আইন, ১৪১ এর অধীনে এ কথার উল্লেখ আছে।
২) ধুমপান– ট্রেনে উঠে ধুমপান করা একটি গুরুতর অপরাধ। আপনার ধুমপান করার জন্য যেমন পাশের ব্যক্তির ক্ষতি বা সমস্যা হতে পারে তেমনি সিগারেটের ফুলকির জন্য যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে পুরো ট্রেনে।
৩) তেল বহন– ট্রেনে কখনো তেল নিয়ে উঠবেন না। বিশেষ করে কেরোসিন তেল। এই তেল গরমকালে অত্যন্ত মারাত্মক হতে পারে। জ্বালিয়ে দিতে পারে পুরো ট্রেনটিকে। ট্রেনে তেল নিয়ে কখনো ধরা পড়লে সোজা জেল।
৪) লেডিস বগি– মহিলা সুরক্ষার জন্য প্রতিটা ট্রেনেই রয়েছে মহিলাদের জন্য আলাদা কামড়া। তাই কোন পুরুষের সেই কমড়ায় উঠার অনুমতি নেই। যদি কোন পুরুষ মহিলা কমড়ায় উঠতে গিয়ে ধরা পড়েন তাহলে তার জন্য রয়েছে জরিমানা।
৫) মারপিট– ট্রেনের ভিতরে কখনো কারে সাথে ভুল করেও মারপিটে জড়াবেন না। কারণ রেল সুরক্ষা পুলিশ তথা RPF চাইলে ধরে নিয়ে যেতে পারে আপনাকে।
#বিশেষ পড়ুনঃ কতো টাকা দাম আস্ত একটি ট্রেনের? চাইলে আপনিও কি একটি ট্রেন কিনতে পারবেন