#টেক নিউজ ডেস্কঃ বর্তমানে প্রজন্মের সবাই প্রায় Facebook, whatsapp এবং Instagram ব্যবহার করে থাকেন। এমন হয়তো হাতে গোনা কিছু মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কিনা এই সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন গুলো ব্যবহার করেন না। সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন গুলো আমাদের জন্য একদমই ফ্রি। ব্যবহার করতে লাগে না কোন টাকা পয়সা।
কিন্তু আপনি কি ভেবে দেখেছেন এই দুনিয়াতে কিন্তু কোন কিছুই ফ্রিতে পাওয়া যায় না। তা সত্তেও আমরা কিভাবে Facebook, WhatsApp এবং Instagram বিনামূল্যে ব্যবহার করতে পারি? এর পেছনে রয়েছে একটি বড় কারণ।
যে ভাবে আমার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন গুলো বিনামূল্যে ব্যবহার করতে পারি।
Facebook, WhatsApp এবং Instagram এই অ্যাপ্লিকেশন গুলোর কর্ণধর একজনই, তিনি হলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মার্ক জুকারবার্গ। গত ২ বছর আগে তিনি Facebook, WhatsApp এবং Instagram কে একত্রিত করে তার সংস্থার নাম দিয়েছেন মেটা (Meta)। আসলে এই এপ্লিকেশন গুলো আপনার ডেটা বা এদের এপ্লিকেশনে করা আপনার কার্যক্রম বা Chat cooki সংগ্রহ করে বিজ্ঞাপন চালিয়ে আর্থ উপার্জন করে থাকে এরা। যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গেলে আপনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পান।
কতো টাকা উপার্জন করে এরা আপনার থেকে?
একটি রিপোর্ট অনুযায়ী, ফেসবুক সংস্থা মেটার ২০২০ সালে শুধু বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জনের মোট পরিমাণ ছিল ৮ লক্ষ ৪ হাজার ১৬৯ ডলার। এবং সেই অর্থ ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৯৩৪ ডলারে। তবে এ তথ্য ১০০ শতাংশ সঠিক নাও হতে পারে। কারণ কোন কম্পানি তাদের অর্থ উপার্জনের তথ্য কখনো প্রকাশ করে না।
#বিশেষ খবরঃ ভিসা ছাড়াই ঘুরে আসুন এই সব দেশ থেকে, সঙ্গে শুধু আধার কার্ড থাকলেই হবে