Bts#লাইফস্টাইল ডেস্কঃ বর্তমানে BTS এর নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। কারণ সারা বিশ্বে এ সাউথ কোরিয়ান সংগীত শিল্পী ব্র্যান্ড BTS এর রয়েছে লাখ লাখ ফ্যান ফলোয়ার। বিশেষ করে মেয়েরা এই BTS-এর নাম শুনলে একেবারে আনন্দ উল্লাসিত হয়ে উঠেন। একপ্রকার মেয়েদের দূর্বলতা বললেই চলে BTS এর প্রত্যেক সদস্যরা।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জনপ্রিয় সাউথ কোরিয়ান সংগীত শিল্পী ব্র্যান্ড BTS এর প্রত্যেক সদস্যরা কেন এতো সুন্দর? তাদের এ সুন্দর ত্বকের পেছনের রহস্যটা কি? আসুন জেনে নেই।
BTS’দের স্কিন কেয়ার টিপসঃ
১) ডাবল ক্লিনজিং– BTS’রা সবসময় তাদের মুখের ত্বক ডাবল ক্লিনজিং করে ধুয়ে ফেলেন। এটি তাদের ত্বকে ছোট ছোট ছিদ্র দূর করতে সাহায্য করে। এছাড়াও ত্বকের ময়লা দূর হয় দিনে দু’বার ডাবল ক্লিনজিং করলে।
২) ত্বকের pH লেবেল– ত্বকের PH লেবেল ভারসাম্য বজায় রাখতে একটি উচ্চমানের টোনার ব্যবহার করেন BTS এর প্রত্যেক সদস্যরা। যা ত্বককে দ্রুত হাইড্রেশন করতে সাহায্য করে।
৩) ফেসিয়াল সিরাম– ফেসিয়াল সিরাম হলো একপ্রকার তরল জাতীয় ত্বকের ঔষধ। এই বিশেষ সিরাম মুখের ত্বককে সারাক্ষণ উজ্জল রাখতে সাহায্য করে। আর BTS এর প্রত্যেক সদস্যরা চেহারায় এটি ব্যবহার করে থাকেন।
৪) সানস্ক্রিম– কোরিয়ানদের স্কিন কেয়ারের সবচেয়ে বড় একটি রহস্য হল সর্বদা ত্বকে সানস্ক্রিম ব্যবহার করা। এমনকি কখনো সূর্যালোকে না গেলেও কোরিয়ানরা সবসময় সানস্ক্রিম ব্যবহার করে থাকেন।
বিঃদ্রঃ– ভিন্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য সূত্রের ওপর ভিত্তি করে এ আর্টিকেলটি লেখা।
#আরো পড়ুনঃ কোরিয়ান মেয়েরা দেখতে এতো সুন্দরী কেন? কি খায়, কি মুখে মাখে তাঁরা?