WhatsApp থেকে ফটো ডিলিট হয়ে গেছে? চিন্তা নেই, WhatsApp থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ফিরিয়ে আনুন এভাবে

#টেক ট্রিক্স ডেস্কঃ ভারত তথা সমগ্র বিশ্বের মানুষ জনপ্রিয় চ্যাটিং এপ্লিকেশন WhatsApp ব্যবহার করে থাকেন। এটির সাহায্যে আমরা বন্ধু-বান্ধব এবং পরিবার-পরিজনদের সাথে কথা বলা ছাড়াও এটির মাধ্যমে আমরা ফটো, ভিডিও এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল কারো সাথে সেয়ার করে থাকি। কিন্তু কখনো কখনো ভুলবশত WhatsApp থেকে ডিলিট হয়ে আমাদের ছবি। তখন নানান সমস্যায় পরতে হয় আমাদের।

কিন্তু এবার WhatsApp থেকে যে কোন ছবি ডিলিট হয়ে গেলেও খুব সহজে তা পুনরুদ্ধার করতে পারবেন আপনি। যদিও ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরুদ্ধারের জন্য WhatsApp কোন নিজস্ব সুবিধা দিয়ে থাকে না। কিন্তু কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরুদ্ধারের নিয়মঃ।  

১) ফোন গ্যালারি- কখন ভুল বলত WhatsApp থেকে ছবি ডিলিট হয়ে গেলেও সেই ছবি saved থাকে আপনার ফোন গ্যালারিতে। এটি একটি WhatsApp এর ডিফল্ট ফিচার। তাই WhatsApp থেকে ছবি ডিলিট হয়ে গেলেও একবার অন্তত আপনার ফোন গ্যালারি চেক করুন।

২) গুগল ড্রাইভ– WhatsApp থেকে ছবি-ভিডিও ডিলিট হয়ে গেলেও গুগল ড্রাইভ এর সাহায্যে তা পুনরুদ্ধার করতে পারবেন আপনি। এ ক্ষেত্রে iPhone ব্যবহারকারীদের জন্য I cloud থাকবে। WhatsApp মাঝে মধ্যেই ব্যাকআপ চায়। বা আপনি যদি প্রতিদিন ম্যানুয়ালি আপনার WhatsApp ডেটা ব্যাকআপ দিয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি আপনার Google drive (Android) বা iCloud (iPhone) থেকে মিডিয়া ফাইল গুলো পুনরায় উদ্ধার করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে WhatsApp আনস্টল করতে হবে এবং ফের ইন্সটল করতে হবে WhatsApp। এরপর ফোন নম্বর দিয়ে login করার সময় backup ডেটা চাইবে WhatsApp।

#আরো পড়ুনঃ আর ছুটে যেতে হবে না সেন্টারে, এবার WhatsApp এর মাধ্যমেই হবে LIC’র ১১ কাজ, বড় আপডেট দিল সংস্থা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment