Friday, December 8, 2023

মেয়েদের বুক ফেটে গেলেও মুখ ফুটে কাউকে বলে না এই ৫ কথা

#লাইফস্টাইল ডেস্কঃ মেয়েরা রহস্যময়। মেয়েরা রূপবতী এবং সুন্দরী হয়ে থাকে প্রত্যেক মেয়েরা। কবি সাহিত্যিকরা বলে গিয়েছিলেন এই কথা। এমনকি তারা কোন কোন কবিতায় মেয়েদের মন বোঝা বড়ই কঠিন বলেও উল্লেখ করেছিলেন। কারণ মেয়েদের মন হচ্ছে লুকানো গুপ্তধনের মতো। যা খুঁজে পাওয়া যে কোন পুরুষের জন্যই অত্যন্ত কঠিন।

তবে আপনি কি জানেন মেয়েদের এমন ৫ কথা রয়েছে যা অত্যন্ত গোপন। এবং তারা সেগুলো বুক ফেটে গেলেও মুখ ফুটে কখনো কাউকে বলে না।

জেনে নিন কোন ৫ কথাঃ 

) কাউকে ভালো লাগা- মেয়েরা যদি কখনো কাউকে ভালোবেসে থাকে সেই কথা সহজে কাউকে বলে বা বুঝতে দেন না মেয়েরা। এমনকি তারা তাদের বান্ধবীদের থেকেও এ কথা গোপন রাখে।

২) খিদে– মানুষ খাদ্যের জন্য বাঁচে। খাদ্য ছাড়া একটি মানুষের বেঁচে থাকা দায়। তাই একজন মানুষের যখন তখন খিদে পেতে পারে। কিন্তু এক্ষেত্রে মেয়েদের খিদে পেলে সেই কথা সবার সামনে কখনো কাউকে বলে না তাঁরা।

৩) মন খারাপ– ছেলেদের থেকেও মেয়েরা আবেগপূর্ণ হয়ে থাকে। তাই একটু কষ্ট পেলেই অনেক মেয়েরা আছে কেঁদে ফেলে। কিন্তু কিছু মেয়ে আছে যারা কিনা মন খারাপ বা গোপনে কান্না করার কথা কখনো কারো সাথে সেয়ার করে না।

৪) বিরক্ত– কখনো কোন ছেলে কোন মেয়েকে বিরক্ত করলে সে কথা পরিবার পরিজনদের সহজে বলতে চায়না অনেক মেয়েরা। এতে মেয়েদের মনে হয় পরিস্থিতি হয়তো আরো বিগড়ে যেতে পারে।

৫) বিয়ে– কিছু কিছু মেয়েরা আছে যাদের বিয়ের বয়স হয়ে গেলেও বাড়ি থেকে বিয়ে দেয় না তাদের। এমন মেয়েরা লজ্জার কারণে অনেক সময় বিয়ের কথা বলতে পারেন না নিজের মা-বাবাকে।

#আরো পড়ুনঃ মেয়েদের নজর ছেলেদের কোন অঙ্গের উপরে গিয়ে সর্বপ্রথম পড়ে জানেন?

আপনার জন্য
WhatsApp Logo