ভারতীয় রেল পুরো দুনিয়াতে বিখ্যাত তার দীর্ঘতম রেল ট্রাকের কারণে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ট্রেনে চড়ে। অপরদিকে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ করে আছে এই রেলের উপরেই। কিন্তু আপনি কি জানেন ভারতের এমন কিছু রেল স্টেশন রয়েছে যেগুলোর নাম বরই অদ্ভুত। উপরন্তু এসব রেল স্টেশনের নাম শুনলে হাসি পাবে আপনার
তাহলে যেনে নিন ভারতের এমন হাস্যকর ৫টি রেল স্টেশনের নামঃ
১) পাথরী রেলওয়ে স্টেশনঃ
বরই অদ্ভুত নাম। যাই হোক এই রেল স্টেশনটি হরিদ্বার জেলায় অবস্থিত (পশ্চিম বঙ্গের বাইরে) যার কোড নম্বর হলো পিআরআই (PRi)। এই রেল স্টেশনটি মোরাদাবাদ বিভাগের উত্তরাঞ্চলের অধীনে মধ্যে পড়ে।
২) সিঙ্গাপুর রোড স্টেশনঃ
এই সিঙ্গাপুর সেই সিঙ্গাপুর নয় যে আপনি প্লেনে চড়ে ঘুরে আসতে পারবেন। আসলে এটি একটি রেল স্টেশনের নাম। এই রেল স্টেশনটি ওডিশা রাজ্যের রায়গড় জেলায় অবস্থিত। যার কোড নম্বর SPRD
৩) কালা বাকরাঃ
বাংলায় যার মানে দাঁড়ায় কালো ছাগল। হাস্যকর এই রেল স্টেশনটি পাঞ্জাবের জলন্ধর জেলার কালা বাকরা গ্রামে অবস্থিত। তাই এই রেল স্টেশনের নাম হয়তো অনেকেই শোনেনি। এই রেল স্টেশটিতে ২টি প্লাটফর্ম রয়েছে।
৪) লোটে গোল্লাহাল্লি রেলওয়ে স্টেশনঃ
কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর জেলায় অবস্থিত লোটে গোল্লাহাল্লি নামে এই রেল স্টেশনটি। জানিয়ে দেই, এই রেল স্টেশনটির নাম এতোটাই কঠিন যে উচ্চারণে আপনার সমস্যা হতে পারে। এই রেল স্টেশনের কোড নম্বর হলো LOGH স্থানীয় লোকেরা এই রেল স্টেশনটিকে জিভ টুইস্টারও বলে থাকেন।
৫) ইল্লু–
আপনি নিশ্চয়ই বলিউডের ইলু ইলু গানটি শুনছেন। আর সেই নামের একটি রেল স্টেশন হলো ইল্লু। এই রেল স্টেশনটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কুসি গ্রামে অবস্থিত। যার কোড নম্বর ILO.