স্বপ্ন শাস্ত্র অনুসারে, পৃথিবীর প্রত্যেক মানুষই স্বপ্ন দেখে থাকেন। তাই স্বপ্ন দেখা কোন বড় বিষয় নয়। তবে কিছু কিছু মানুষ আছেন যারা সাধারণের থেকেও একটু ভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকেন। তাই স্বপ্ন শাস্ত্রে বলা হয়েছে এমন ব্যক্তিদের দেখা স্বপ্ন জীবনে সমস্যা তৈরি করতে পারে তাদের, যদি কোন ব্যক্তি সেই স্বপ্ন দেখার কথা সেয়ার করে থাকেন অন্যের সাথে।
যেনে নিন কোন স্বপ্ন দেখলে সেই স্বপ্ন দেখার কথা বলতে নেই অন্যদের কাছে।
১) ফলের বাগান– স্বপ্ন শাস্ত্রে বলা হয়েছে, স্বপ্নে ফলের বাগান দেখা মানে আপনি খুব শীঘ্রই কোন সুখবর পেতে চলেছেন। কিন্তু যদি স্বপ্নে ফুলের বাগান দেখার কথা কাউকে বলে ফেলেন তাহলে সেই সুখবরের বদলে দুঃসংবাদ পেতে পারেন আপনি।
২) দেব-দেবী– স্বপ্নে দেব দেবীদের দেখা পাওয়া এটা অত্যন্ত শুভ লক্ষণ। আপনি স্বয়ং দেবীর আশির্বাদ পেতে চলেছেন। যাতে করে অর্থ সম্পদে ভরে উঠবে আপনার জীবন। কিন্তু সেই স্বপ্ন দেখার কথা মা-বাবা কিংবা বন্ধু বান্ধবকে বলতে যাবেন না।
৩) নিজের মৃত্যু– স্বপ্ন শাস্ত্রে বলা হয়েছে, যদি কোন ব্যক্তি স্বপ্নে তার নিজের মৃত্যু দেখে থাকে তাহলে সেই স্বপ্নের কথা কাউকে বলতে নেই। কারণ এর ফলে ঘর থেকে শুভ শক্তি পালিয়ে ঢুকে পড়বে অশুভ শক্তি। পাশাপাশি জীবনে নানান সমস্যাও দেখা দিতে পারে।
৪) রুপালি কলস– স্বপ্ন বিজ্ঞানের মতে, স্বপ্নে রুপালি কলস দেখা অত্যন্ত শুভ। এটি ইঙ্গিত দেয় জীবনের অর্থনৈতিক উন্নতির লক্ষণ হলো এটি। তাই সেই স্বপ্ন দেখার কথা করো সাথে সেয়ার করতে যাবেন না। নয়তো দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবেন আপনার উপরে।