Wednesday, October 9, 2024

এবার WhatsApp ব্যবহার করতে লাগবে আরো মজা, ফাইনালি লঞ্চ হয়ে গেল এই ফিচার

#টেক নিউজ ডেস্কঃ সারা বিশ্বে প্রায় কয়েক বিলিয়ন মানুষ WhatsApp ব্যবহার করেন। এর জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। এ কথা বলাই চলে WhatsApp এর মতো জনপ্রিয় আর কোন মেসেজিং এপ্লিকেশন মার্কেটে এই মুহূর্তে নেই। আর তাই মেটা তাদের মেসেজিং প্ল্যাটফর্ম whatapps এর জন্য একটি দুর্দান্ত ফিচার লঞ্চ করেছে। যার দৌলতে এবার Whatapps এ মেসেজিং এক্সপেরিয়েন্স হবে যাবে আরো চমকপ্রদ।

কি সেই দুর্দান্ত ফিচার?

যানা গেছে, মেসেজিং experience আরো মনমুগ্ধ করতে মেটা তাদের ইনস্ট্যান্ট ম্যাসেজিং সার্ভিস তথা WhatsApp এর জন্য ব্যবহারকারীদের Chat Avatar ফিচার লঞ্চ করেছে। যার মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা এবার তাদের মন পছন্দসই চ্যাট অবতার তৈরি করতে পারবেন। এবং সেই অবতার বানিয়ে তাঁরা সেটি নিজেদের প্রোফাইল পিকচারেও লাগাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Avatar

কিভাবে পাবেন সেই চ্যাট অবতার ফিচার 

WhatsApp ব্যবহারকারীরা তাদের চ্যাট ইমোজি লিস্টের পাশে সেই চ্যাট অবতার ফিচারটি দেখতে পাবেন। তবে যদি আপনি এই চ্যাট অবতার ফিচারটি এখনো দেখতে না পান তাহলে এখুনি Play Store গিয়ে update দিয়ে ফেলুন নিজের WhatsApp এপ্লিকেশন টি। এরপর whatapps চ্যাট অবতার ফিচারের মজা উপভোগ করুন। তবে যদি আপনি WhatsApp এপ্লিকেশন update দেওয়া পরেও সেই চ্যাট অবতার ফিচারটি দেখতে পান তাহলে এক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করুন। সম্পুর্ন Roll out করার পরেই এ ফিচারটি যুক্ত হবে আপনার Chat box এ।

বিঃদ্রঃ– মেটা তাদের WhatsApp এপ্লিকেশনের পাশাপাশি তাদের বাকি সোশ্যাল মিডিয়া মেসেজিং সার্ভিস তথা Facebook এবং Instagram এর জন্যও চ্যাট অবতার লঞ্চ করতে যাচ্ছে।

#আরো পড়ুনঃ আর ছুটে যেতে হবে না সেন্টারে, এবার WhatsApp এর মাধ্যমেই হবে LIC’র ১১ কাজ, বড় আপডেট দিল সংস্থা

আপনার জন্য
WhatsApp Logo