Thursday, December 7, 2023

সাফল্যের পথে বারবার ব্যর্থতা? চাণক্যের এই নীতি শুনলে গাঁয়ের লোম খাঁড়া হয়ে যাবে

পৃথিবীর সব মানুষই চায় তাদের নিজ নিজ কাজে সফলতা পেতে। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সাফল্য অর্জন করতে পারেন আবার কেউবা হন ব্যর্থ। প্রাচীন ভারতের অন্যতম একজন বিখ্যাত পন্ডিত আচার্য চাণক্য তাই মানুষের সাফল্য পাওয়া নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা লিখে গিয়েছেন তার গ্রন্থতে। চাণক্যের এই নীতিমালা গুলো অনুসরণ করে চললে যে কারো সাফল্য পেতে শুধুমাত্র সময়ের অপেক্ষা।

 

চাণক্যের এই নীতি কথা গুলো সাফল্যের চাবিকাঠিঃ

Chanakya

) আচার্য চাণক্যের মতে, ধৈর্য সহিত কোন কাজ করলে সাফল্য তার আসবেই। অন্যদিকে ধৈর্য সহকারে কাজ করলে কাজের মাঝে আসা ব্যর্থতা গুলিও টপকে সহজে উপরে উঠে আসা যায়।

২) চাণক্য তার গ্রন্থতে লিখেছেন, মনে ভয় থাকলে কখনো সাফল্য অর্জন করা যায় না। মনে ভয় সবসময় কাবু করে রাখে দেহকে। তাই সাফল্য পেতে হলে প্রথমে ভয় দূর করতে হবে মন থেকে।

) চাণক্য মনে করেন যদি কোন কাজ পরিকল্পনা সহিত করা হয় তাহলে সেই কাজে পূর্ণতা আসবেই। এর জন্য যে কোন কাজ কারার আগে পরিকল্পনা করে নিন।

) চাণক্য বলেছেন, কম পয়সায় থাকার সত্তেও অনেকে মনের জোর এবং সাহসের জেরে যুদ্ধ জয় করেছে। মনের জোর এবং সাহস পিছিয়ে দিতে আসা বাধাকেও হার মানিয়ে দেয়। অন্যদিকে একজন ভিত ব্যক্তি আগেই মনের জোর হারিয়ে বসে, তাই তার সমস্যা থেকে

আপনার জন্য
WhatsApp Logo