Saturday, December 2, 2023

সংসার পাততে হলে এধরনের মেয়েদের সাথেই পাতা উচিত, এ গুন সম্পুর্ন মহিলারা হন রুপে গুনে লক্ষী

#চাণক্য নীতিঃ কুটনৈতিক শাসন ছাড়াও আচার্য চাণক্য সমাজে কি কি বিষয়ে যত্ন নেওয়া উচিত সেই সমস্ত কিছু শিখিয়েছেন। তাই অর্ধ শতাব্দীতে বলে যাওয়া আচার্য চাণক্যের নীতিমালা গুলো এ যুগেও ঠিক একই ভাবে প্রাসঙ্গিক। আচার্য চাণক্য মানুষের শৈশব, যৌবন এবং বার্ধক্য বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা লিখে গিয়েছেন তার নীতি শাস্ত্রে। চাণক্যের মতে, ভবিষ্যতে স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্তের উপরে।

আচার্য চাণক্যের মতে, দাম্পত্য জীবনে সুখী হতে গেলে শুধু ছেলেদের মধ্যে গুন নয় মেয়েদের মধ্যেও এমন অনেক গুন রয়েছে যার জন্য একটি সংসার সোনার মতো উজ্জ্বল হতে পারে। তাই বিয়ে করতে গেলে একটি মেয়ের মধ্যে এসব গুন দেখেই বিয়ে করা উচিত কোন ছেলের।

মেয়েদের মধ্যে যে গুন গুলো দেখে তাদের বিয়ে করতে বলেছেন চাণক্যঃ 

১) লোভবোধ– চাণক্যের মতে, যে সমস্ত মেয়েদের মধ্যে লোভ কাজ করে তাদের বিয়ে করা উচিত নয়। কারণ লোভ আপনার দাম্পত্য জীবনকে বিষের মতো শেষ করে দেবে। তাই এমন মেয়েদের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া উচিত যার মধ্যে বিন্দুমাত্র কোন লোভ নেই।

২) রাগ– চাণক্যের নীতি শাস্ত্র অনুসারে, ক্রোধের কারণে একসময় সবচেয়ে বড় সাম্রাজ্যগুলিও ধংস হয়ে গেছিল। চাণক্য বলেছেন রাগ আমাদের মধ্যে অন্ধকার অনুভূতির জন্ম দেয়। তাই রাগ নিয়ন্ত্রণ করতে পারা মহিলাদেরই জীবন সঙ্গী করা উচিত।

৩) সান্ত্বনাদাতা– সব মানুষই চান এমন এক জীবন সঙ্গী যিনি সুখ-দুঃখে প্রতিটা মুহুর্তে তাঁর পাশে থাকবেন। ভেঙ্গে পড়লে একজন সান্ত্বনাদাতা হয়ে উঠবেন। তাই চাণক্য বলেছেন, এমন মেয়েদের খোঁজ পেলে কিছু না ভেবেই বিয়ে করে ফেলা উচিত।

#আরো পড়ুনঃ এই ছোট বিষয়গুলোর কারণে ভেঙ্গে যেতে পারে যে কোন সম্পর্ক, বিলিন হতে পারে দুজনের মধ্যকার ভালোবাসা | চাণক্য নীতি

আপনার জন্য
WhatsApp Logo