Thursday, December 7, 2023

এই পাখিদের কৌশল অবলম্বন করলে বদলে যাবে ভাগ্য, সাফল্য এসে চুম্বন করবে পায়ে। চাণক্য নীতি

#চাণক্য নীতিঃ প্রাচীন ভারতের অন্যতম একজন বিখ্যাত পন্ডিত ছিলেন আচার্য চাণক্য। তার জ্ঞানের ভাণ্ডার এতোটাই ছিল যে তিনি তার জ্ঞানের আলো দিয়ে পথ দেখিয়েছিলেন সমগ্র মানুষ জাতিকে। তাই আজ এতো বছর পরে এ আধুনিক যুগেও এখনো মানুষ অক্ষরে অক্ষরে মেনে চলেন চাণক্যের সেই নীতি গুলো।

জীবনের সাফল্যের চূড়া পর্যন্ত পৌছনোর জন্য আচার্য চাণক্য তার গ্রন্থে বেশ কিছু নীতি কথা লিখে গিয়েছেন। যে নীতিমালার গুলোর মধ্যে একটি নীতি হলো কয়েকটি পাখির চরিত্র আপন করে নিতে হবে নিজের মধ্যে। আর তাহলেই পৌঁছানো যাবে সাফল্যের চূড়া পর্যন্ত। এমনকি সাফল্য নিজে থেকে এসে ধরা দেবে আপনার কাছে।

কোন কোন পাখির চিত্রিত’কে নিজের মধ্যে আপন করে নিতে বলেছেন চাণক্য? জেনে নিন।

১) কোকিল– আচার্য চাণক্য বলেছেন, মানুষকে কোকিলের মতো হওয়া উচিত। কোকিল যেমন সবসময় মিষ্টি সুরে ডেকে থাকে। তেমনি আপনাকেও মিষ্টতা আনতে হবে আপনার চরিত্রে। আচার্য চাণক্যের মতে, বক্তৃতার মাধ্যমেই মানুষের আচরণ সম্পর্কে জানা যায়। তাই আপনার চরিত্রে মিষ্টতা থাকলে আপনাকে একজন আদর্শ মানুষ মনে হবে।

২) মোরগের চরিত্র– আচার্য চাণক্য বলেছেন, মোরগ যেমন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে। তেমনি আপনাকেও তাই করতে হবে। এছাড়াও একটি মোরগ যেমন সবার সাথে ভাগাভাগি করে খাবার খায় কিন্তু শত্রুর সাথে খুবই শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করে তেমনি আপনাকেও এই মোরগের মতো হতে হবে।

#আরো পড়ুনঃ এই ৩টি জিনিস টাকার চেয়ে বেশি দাবি, শুনতে তিক্ততা লাগেও স্যতি

আপনার জন্য
WhatsApp Logo