#লাইফস্টাইল ডেস্কঃ ছেলেদের জিন্স প্যান্টে চেইন থাকে। কিন্তু মেয়েদের জিন্স প্যান্টে চেইন থাকে কেন, এ নিয়ে রয়েছে অনেকের মনে অনেক রকম কৌতুহল। তবে এর সঠিক উত্তর কেউ না জানলেও এটি নিয়ে কেউ প্রশ্ন করলে হাসি তামাশা করেন অনেকে। তবে এর উত্তর কী সত্যিই অজানা?
না। এর উত্তর আর অজানা নয়। কারণ মেয়েদের প্যান্টে চেইন থাকার ৩টি কারণ খুঁজে বের করেছি আমরা। যে কারণ গুলো হয়তো আপনার কখনো মাথাতেই আসেনি। মেয়েদের প্যান্টে চেইন থাকার কারণ।
যে কারণে জিন্স প্যান্টে চেইন থাকে মেয়েদেরঃ
১) জিন্স প্যান্টের চেইনের কাজ যে শুধুমাত্র মূত্রত্যাগের জন্য ব্যবহার করা তা কিন্তু নয়। জিন্স প্যান্টে চেইন না থাকলে প্যান্ট পড়া এবং খোলা দুটোই খুব কঠিন হয়ে যেত। তাই প্যান্ট পড়ার সুবিধার্থে ছেলে এবং মেয়ে উভয়েরই জিন্স প্যান্টে চেইন থাকে। আবার কোমড়ের অংশের বৃদ্ধির কারণে জিন্স প্যান্টে চেন লাগানো থাকে।
২) জিন্স প্যান্ট কখনোই মেয়েদের পোশাক ছিল না। এটা পুরুষদেরই প্রকৃত পোশাক। কিন্তু আধুনিকতার যুগে নারী পুরুষ উভয়কে সমান সমান তকমা দেয়া হচ্ছে। তাই ছেলেদের জিন্স প্যান্ট হয়ে উঠেছে মেয়েদেরও পোশাক। ফলে জিন্স মানেই style মেয়েদের কাছে। যদি মেয়েদের জিন্স প্যান্টে চেইন না দেওয়া হত তাহলে ফ্যাশনের দিক থেকে বড় একটি ঘাটতি থাকতো। তাই Style এর কারণে চেইন থাকে মেয়েদের জিন্স প্যান্টে।
৩) নিতম্ব খুবই চওড়া হয় কোমরের থেকে। তাই চেইন খুললে জিন্সও চওড়া হয়ে যায়। অন্যদিকে মেয়েদের নিতম্ব পুরুষের তুলনায় বড়। তাই মেয়েদের জিন্স আরো চওড়া হতে হবে। তবে প্যান্টে চেইন থাকলে জিন্স আরো প্রসারিত হয়ে যায়। ফলে প্যান্ট খুলতে এবং পরতে কোন প্রকার সমস্যা হয়না মেয়েদের। আর এভাবে যে কোন কোমড়ের সাইজের মেয়েরাই খুব সহজে জিন্স পড়তে পারেন।
#আরো পড়ুনঃ মেয়েরা বিয়ের পরে তার অতীতের প্রেমিকের কথা কতটা মনে রাখে?