#লাইফস্টাইল ডেস্কঃ প্রতিটি মানুষের উচ্চতা আলাদা আলাদা হয়ে থাকে। কেউ খুব বেশি লম্বা হন আবার কেউবা একটু বেটে। তবে কারো উচ্চতা একটু বেশি হলে তাকে নিয়ে ঠাট্টা করেন উচ্চতা বেশি থাকা মানুষটি। কিন্তু সম্পর্কের মধ্যে স্ত্রীর উচ্চতা যদি স্বামীর থেকেও বেশি হয় তাহলে রয়েছে ৩ বিশেষ সুবিধা। তাই আপনি যদি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
স্ত্রী লম্বা হলে স্বামীরা যে যে সুবিধা পানঃ
১) সুন্দরী– লম্বা মহিলারা অধিকতর সুন্দরী হয়ে থাকে বাকি যে কোন মহিলাদের থেকে। এছাড়াও একজন খাটো পুরুষের পাশে সব সময় লম্বা স্ত্রীরাই বেশি মানানসই। এমনটাই ভাবনা রয়েছে বেশির ভাগ খাটো পুরুষদের।
২) বুদ্ধিমত্তা– আমেরিকায় করা একটি গবেষণায় দেখা গিয়েছে যারা বেটে বা সাধারণ উচ্চতার মহিলা, তাদের থেকেও বুদ্ধিমত্তার দিক থেকে এগিয়ে লম্বা মহিলারা। যদিও কিছু মানুষ লম্বা মহিলাদের বোকাই মনে করেন। কিন্তু এই ধারণা সম্পুর্ন ভুল।
৩) সাপোর্ট– একটু দুর্বল ধরনের পুরুষদের জন্য লম্বা মহিলারা হয়ে উঠেন ডালের মতো। তাদের মানসিক সাপোর্ট দিয়ে থাকেন যে কোন পরিস্থিতিতে। এছাড়া লম্বা মহিলারা মায়ের মতো স্নেহ করেন তাদের খাটো ও সরল সোজা স্বামীদের।
বিঃদ্রঃ– উল্লেখিত ৩টি পয়েন্টের সাথে সবাই একমত নাও হতে পারেন। উল্লেখিত কিছু পয়েন্ট অনুমানের ভিত্তিতেও লেখা হয়েছে।
#আরো পড়ুনঃ মেয়েদের বুক ফেটে গেলেও মুখ ফুটে কাউকে বলে না এই ৫ কথা