#লাইফস্টাইল ডেস্কঃ একজন পুরুষ ও নারীর জীবনে একটি মাত্র বাসনা থাকে। জীবনটা যেন শেষ অবধি সঙ্গীর সাথেই অতিবাহিত করা যায়। কিন্তু সবার মধ্যে এ ইচ্ছে থাকে না। কেউ কেউ আবার একটু ব্যতিক্রমও হয়ে থাকেন। কি হবে একজন পুরুষ যদি বিয়ে না করেই তার জীবন অতিবাহিত করতে চান? কি কি সমস্যার মুখে পড়তে হতে পারে তাকে?
নারীদের থেকেও পুরুষের মনে চাপা কষ্ট বেশি। তারা কখনোই সেই কষ্ট কাউকে বলে প্রকাশ করেন না। এমন অনেকে পুরুষই রয়েছেন প্রাক্তন ছেড়ে চলে যাওয়াতে হয়তোবা বিয়ে করার ইচ্ছে মরে গেছে তাদের মধ্যে। নতুবা রয়েছে অন্য কোন কারণ। কি হবে একজন পুরুষ যদি বিয়ে না করেই জীবন কাটাতে চান? জানুন বিস্তারিত।
যে যে সমস্যার সম্মুখীন হবেন বিয়ে না করে জীবন কাটাতে চাইলেঃ
১) সত্য হলেও একাকিত্ব রোগ ধীরে ধীরে গ্রাস করবে আপনাকে। মনে মনে তখন নিজেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করবেন বিয়েটা করেননি বলে।
২) একাকিত্ব রোগ থেকে আপনি মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারেন। আচরন করতে পারেন পাগল ব্যক্তিদের মতো।
৩) জীবনটা খুবই অগোছালো মনে হবে। এমনকি অন্যের সুখের সংসার দেখলে খুবই হিংসে হতে পারে আপনার।
৪) বাচ্চার বাবা হতে বঞ্চিত হবেন আপনি। বদলে সারাজীবন কাকা, জেঠু ডাক শুনতে হবে আপনাকে। কিন্তু কখনোই বাবা ডাক শুনতে পারবেন না।
৫) অতিরিক্ত যৌন চাহিদা ভারসাম্যহীন করে তুলতে পারে আপনাকে। যা নারীদের জন্য বিপদজনক।
৬) স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হবেন। একজন বিবাহিত পুরুষই বলতে পারেন স্ত্রীর ভালোবাসায় অনেক সময় কঠিন ব্যাধিও সেরে যায়।
৭) মজার মজার রান্নার আইটেম খাওয়া থেকে বঞ্চিত হবেন আপনি। রান্নার কারিগরি নারীদের হাতেই।
৮) বৃদ্ধ বয়সে দেখার মতো কেউই থাকবে না আপনাকে। ফলে আপনি হয়ে যাবেন জীবন্ত লাশ।
৯) বন্ধু মহলে শুনতে হতে পারে আপনি বিয়ে করেননি, কারণ আপনার মধ্যে কোন নারীকে সুখ দেওয়ার মতো ক্ষমতাই নেই।
১০) বিয়ে না করলে বিধ্বত্ব অবস্থায় অনুপ্রেরণা দেবার লোক খুঁজে পাবেন না।
১১) বিয়ে না করলে আপনার বংশে বাতি দেবার মতো কেউ থাকবে না। আপনার সম্পত্তি ভোগ করবেন অন্য কেউ।
সর্বপল্লী বিয়ে করুন। কারণ নিঃসঙ্গতা একধরনের অভিশাপের মতো। আপনার কোন স্ত্রী সন্তান নেই মানে বেঁচে থাকতেও আপনার কোন অস্তিত্ব নেই।
#আরো পড়ুনঃ সবসময় খারাপ ছেলেদের প্রেমেই কেন পড়ে মেয়েরা? খারাপ ছেলেদের মধ্যে কি আছে যা ভালো ছেলেদের মধ্যে নেই?