Friday, December 8, 2023

ব্রেক আপের পর একটি মেয়ের মনের অবস্থা কেমন থাকে ? কি করে, কি ভাবে তাঁরা?

#লাইফস্টাইল ডেস্কঃ একটি সম্পর্ক যতটা না মধুর হয়ে থাকে তেমনি ব্রেকাপ হলে তার কষ্টটাও বেদনাদায়ক হয়ে থাকে। হতে পারে কোন একটি ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে দু’জনের মধ্যে। আবার হতে পারে একজন ছেড়ে চলে গিয়েছেন অন্যকে। কিন্তু ব্রেকাপ হলে সেই মুহূর্তটুকু কেমন হয়? সেই মুহূর্তে একজন মেয়ের মনের অবস্থা কেমন হয়ে থাকে? কি কি পদক্ষেপ গ্রহণ করেন মেয়েরা ব্রেকাপের পরে? আসুন জেনে নেই।

১) ব্লক করা- ব্রেকাপ হলে একটি ছেলের থেকেও বেশি কষ্ট পেয়ে থাকে মেয়েরা। যদি সেই ব্রেকাপ ভুলবোঝাবুঝির কারণে হয়ে থাকে। কিন্তু মেয়েরা সেই কষ্ট কখনোই কাউকে প্রকাশ করেন না। সব কিছু ঠিক আছে দেখিয়ে ব্লক করে ফেলেন সঙ্গীর সাথে যোগাযোগের সমস্ত মাধ্যম।

২) ইমোশনের উপর নজর রাখা– যদি ব্রেকাপ কোন মেয়ের তরফ থেকে করা হয় এক্ষেত্রে মেয়েরা তাদের প্রাক্তনের ইমোশনের উপর নজরদারি চালান। ব্রেকাপের পর তার জন্য কতটুকু কষ্ট অনুভব করছে সঙ্গী! এটাই দেখেন তাঁরা। এছাড়াও ব্রেকাপের পরে মেয়েরা তাদের বন্ধু-বান্ধবের থেকেও খোঁজ খবর নেন প্রাক্তনের বিষয়ে।

৩) নতুন করে সম্পর্ক– যদি ব্রেকাপ কোন ভুল বোঝাবুঝির কারণে হয়ে থাকে এ ক্ষেত্রে অনেক মেয়েরা নতুন করে আবারও সম্পর্ক তৈরি করতে চান সঙ্গীর সাথে। কিন্তু অনেক মেয়েই আছেন যারা মুখ ফুটে সেই সম্পর্ক তৈরির কথা বলতে পারেন না।

৪) নিন্দা– অনেক মেয়েরাই আছেন যারা ব্রেক আপের পর তাদের সঙ্গীকে নিয়ে নিন্দা করেন বন্ধুদের কাছে।

৫) নতুন সম্পর্ক- অনেক মেয়ে আছেন যারা ব্রেক আপের পরপরই নতুন সম্পর্ক তৈরির কথা ভাবেন নতুন কারো সাথে। এ সম্পর্ক তৈরির মাধ্যমে তারা সঙ্গীকে জেলাস ফিল করাতে চান। বা কিছু ক্ষেত্রে প্রাক্তনের দেওয়া কষ্ট ভুলে যেতে তাঁরা নতুন সম্পর্কের দিকে মোড় নেন।

#আরো পড়ুনঃ শান্ত স্বভাবের মেয়েরা নয়, ঝগড়ুটে মেয়েরাই হচ্ছে ভালো মেয়েদের লক্ষ্যন, বলছে নতুন গবেষণা

আপনার জন্য
WhatsApp Logo