Thursday, December 7, 2023

মেয়েদের কোন জিনিসটির উপরে সবার আগে নজর গিয়ে পড়ে ছেলেদের?মেয়েরা যেটা ভাবছে সেটা একদমই ভুল

#লাইফস্টাইল ডেস্কঃ বর্তমানে ছেলে এবং মেয়ে সমান সমান। এখন আর আগের দিন নেই যে রাস্তাঘাটে কোন মেয়ে স্বাধীন ভাবে চলাচল করতে পারবে না। তাই ছেলেদের মতোই মেয়েরাও এখন এ যুগে স্বাধীনভাবে চলাচল করছে রাস্তা দিয়ে, তারাও কর্মক্ষেত্রে যোগ দিতে যাচ্ছে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। তাবে বাসে বা ট্রেনে কোন সুন্দরী মেয়ে উঠলে সব ছেলেরাই একটু আড় চোখে তাকায় মেয়েদের দিকে। তবে সব ছেলেরাই যে মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায় তা কিন্তু নয়।

একটি সাধারণ ও ভদ্র পরিবারের ছেলে যখন কোন মেয়ের দিকে তাকায় সর্বপ্রথম তার দৃষ্টি মেয়েদের কোন জিনিসটার উপড়ে গিয়ে পড়ে? এটা হয়তো অনেকেই জানেন না। তাই সাধারণ ও ভদ্র পরিবারের কোন ছেলে যখন কোন মেয়ের দিকে তাকায় এটাকে অনেক সময় খারাপ ভাবে দেখেন অনেক মেয়েরা। তাই জেনে নিন একটি ভালো ছেলের দৃষ্টি মেয়েদের কোন জিনিসটির দিকে সর্বপ্রথম গিয়ে পড়ে।

১) মেয়েদের হাত– একটি ভালো ছেলে যখন কোন মেয়ের দিকে প্রথমবার তাকায় সে মেয়েটির হাতের দিকে দেখে। মেয়েটি তার হাতের আঙুলের নখে কোন রঙের নেলপলিশ ব্যবহার করেছে সেটা দেখে সে

২) মেয়েদের চুল– বড় লম্বা চুল ওয়ালা মেয়েদের বরাবরই পছন্দ করে ছেলেরা। এমন সময় যখন কোন ছেলে কোন মেয়ের লম্বা চুল দেখে তখন সে মেয়েটির চুলের দিকে সর্বপ্রথম তাকায়।

৩) মেয়েদের পা– অনেক ছেলেরা আছে যারা কিনা সর্বপ্রথম মেয়েদের পায়ের দিকে তাকায়। মেয়েটির পা কতটা সুন্দর এটাই দেখে ছেলেরা।

৪) কথা বলার ভঙ্গিমা– কিছু ছেলে আছে যারা মেয়েদের দিকে আড় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এমন ছেলেরা বেশিরভাগই মেয়েদের কথা বলার ভঙ্গিমা লক্ষ্য করে থাকে।

৫) মেয়েদের গলা– কিছু ভালো ছেলে যারা সর্বপ্রথম মেয়েদের গলার দিকে লক্ষ্য করে। গলায় কি পড়ে আছে মেয়েটি, এবং তাকে কতটা সুন্দর দেখতে লাগছে এটাই দেখে তাঁরা।

৬) হাস্যোজ্জ্বল চেহারা– অবশ্যই কোন ছেলে মেয়েদের দিকে সর্বপ্রথম তাকালে মেয়েদের হাস্যোজ্জ্বল চেহারার দিকে তাকায় তাঁরা। তারপর উপরোক্ত পয়েন্ট গুলো ধরা যেতে পারে।

#আরো পড়ুনঃ সম্পর্কে এই ৪টি জিনিস বিষের মত কাজ করে, শেষ করে দিতে পারে স্বামী-স্ত্রী, প্রেমিক প্রেমিকার সম্পর্ক 

আপনার জন্য
WhatsApp Logo