#নিউজ ডেস্কঃ সমুদ্র যেমন বিশাল তেমনি তাতে বসবাস কোটি কোটি জীবের। তেমনি আবার সমুদ্রে মাছের সংখ্যাও কম নয়। এমন অনেকে সামুদ্রিক মাছই রয়েছে যাদের নাম আমরা জানি। কিন্তু আবার এমন অনেক মাছ আছে যাদের নাম তো দূরের কথা এদের আগে কখনও দেখা যায়নি। করণ এধরনের অদৃশ্য মাছেরা থাকে সমুদ্রের একেবারে তলদেশে। এমনকি সমুদ্র বিজ্ঞানীদের কাছেও এ মাছেদের বিষয়ে খুব বেশি তথ্য নেই।
১) এ নাম না জানা মাছটিকে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত কোকোস (কিলিং) দ্বীপ মেরিন পার্কে অভিযানের সময় পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীদের ধরনা এ মাছটির আরও প্রজাতি অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমে প্রায় ১,৭০৮ মাইল থেকে ২,৭৫০ কিলোমিটার এলাকার গভীর সমুদ্রে রয়েছে।
২) এ মাছটির নাম জেলটিনাস। এ মাছটিকে অস্ট্রেলিয়ার বালি সমুদ্র সৈকত থেকে পাওয়া গিয়েছিল। এ মাছটির চোখ দেখতে ইঁদুর জাতীয় কোন কিছুর মতো। জেলটিনাস মাছেরা গভীর সমুদ্রে থাকে।
৩) এ মাছটির কি নাম এর উত্তর জানা নেই কারো কাছে। এ প্রজাতির মাছেদের কেবল একটি মাছই ধরা পড়েছে গভীর সমুদ্রে থেকে। গবেষণায় দেখা গিয়েছে, সমুদ্রতটের ৩ মাইল গভীরে এ প্রজাতির মাছের বসবাস।
৪) এ মাছটির সারা শরীর নীল। সাথে চোখ এবং মুখ বড়ই অদ্ভুত দেখতে এ মাছটির। জানা যায়, এ প্রজাতির মাছেরা সমুদ্রের একবারে তলদেশ ঘেঁষে চলে। পাখনা ব্যবহার করে তাঁরা সামনের দিকে আগায়।
৫) এ মাছটির নাম স্লোয়ানে’স বিপেরফিশ। এ প্রজাতির মাছের মুখের গঠন খুবই ভয়ঙ্কর। ভিক্টোরিয়া মিউজিয়াম অফ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী টিমহারা লাইভ জানিয়েছেন, এই মাছটি গভীর সমুদ্রে ফ্যাশন স্টারের চেয়েও কম নয়। বিজ্ঞানী বলেন, সমুদ্রে হালকা শরীর, স্বচ্ছ এবং বড় চোখ ওয়ালা মাছ দেখতে পাওয়া গেলেও এ মাছটি দেখতে সব মাছের চেয়ে আলাদা।