#অপটিক্যাল ইলিউশনঃ অপটিক্যাল ইলিউশন শুধুমাত্র একটি খেলা নয়। এটি আপনার চোখের সাথে সাথে ধৈর্য শক্তিরও পরিক্ষা নেয়। আপনি কতটুকু ধৈর্যশীল তার প্রমাণ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশনের গেমস খেলে। কারণ একটি অপটিক্যাল ইলিউশনের গেমস খেলতে হলে আপনার তীব্র দৃষ্টি শক্তির পাশাপাশি ধৈর্য শক্তিরও প্রয়োজন আছে। নয়তো আপনি কখনোই এসব গেম খেল বিজয়ী হতে পারবে না।
ঠিক তেমনই একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল (Viral) হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যে ছবিতে দেখা যাচ্ছে একজন দাড়ি ওয়ালা ব্যক্তির মুখ। এবং এ ছবিটি দেখিয়ে দাবি করা হয়েছে, এ ব্যক্তির মুখের ভিতরেই লুকিয়ে আছে ৩টি মহিলার মুখ। এবং ৩০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে ওই ৩জন মহিলার মুখ সনাক্ত করতে। তাহলে আপনি কি পারবেন খুঁজে বের করতে ওই ৩ জন মহিলার মুখ?
যদি আপনি খুঁজতে চান তাহলে চ্যালেঞ্জ নিন। এবং আপনার সময় শুরু হচ্ছে এখন
কি আপনি কি পেরেছেন ওই ৩জন মহিলার মুখ সনাক্ত করতে? যদি পেরে থাকেন তাহলে অভিনন্দন। আপনার চোখের দৃষ্টিশক্তি খুব ভালো। পাশাপাশি আপনি খুব ধৈর্যশীল একজন মানুষ। আর যদি আপনি ওই ৩জন মহিলার মুখ সনাক্ত করতে না পারেন তাহলে নিচে এর সমাধান ছবি দেওয়া হল।
#আরো পড়ুনঃ সন্তান ছাড়াও তার মাও আছে ছবিতে, চোখ থাকলে মাত্র ১১ সেকেন্ডের ভিতরেই খুঁজে পাবেন যে কেউ