Thursday, December 7, 2023

বাবা হতে অক্ষম ছেলে, ছেলের মুখের দিকে তাকিয়ে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন ৫২ বছর বয়সী মহিলা

#নিউজ ডেস্কঃ হাজারো চেষ্টা করে বাবা হতে পারছিলেন না ছেলে। বাবা না হতে পারার সেই বেদনা স্পষ্টত ফুটে উঠছিল ছেলের মুখে। তাই ছেলের মুখের দিকে তাকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহের বাসিন্দা ৫৬ বছর বয়সী ন্যান্সি হক ছেলের স্পাম ব্যবহার করে জন্ম দিয়েছেন ফুটফুটে একটি কন্যা সন্তানের। এদিকে ঘরে নতুন অতিথির আগমনে এখন খুশীতে মেতে উঠেছে গোটা পরিবার।

হসপিটালের বিছানায় শুয়ে রয়েছেন ৫৬ বছর বয়সী ন্যান্সি। তার এক পাশে সেই সদ্যোজাত কন্যা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পুত্রবধূ। পাশে রয়েছে ছেলে। এবং ন্যান্সির অন্য পাশে দেখা যাচ্ছে তার স্বামীকে। যেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

ছয়-ছয়বার গর্ভবতী হয়েও সন্তানের জন্ম দিতে পারেননি পুত্রবধূ। প্রতিবার অস্ত্রপাচারের পর হিস্টেরেক্টমি’র কারনে সেই সন্তান মৃত বের হতো। তাই ছেলের সুখের কথা ভেবে সারোগেসির মাধ্যমে ছেলের সন্তানের জন্ম দেওয়ার সিন্ধান্ত নেন ন্যান্সি। যদিও এ খবর প্রকাশ পাবার পর ন্যান্সিকে নিয়ে সমালোচনা করেন অনেকে।

কিন্তু সমালোচকদের কথায় কান না দিয়ে ঘরে নতুন অতিথির আগমনে খুশী এখন ন্যান্সি পরিবার। যদিও ৫২ বছর বয়সে সন্তানের জন্ম দেওয়া! মৃত্যুর ঝুঁকি ছিল ন্যান্সির। তাই এ বিষয়ে সংবাদ মাধ্যমকে ন্যান্সি জানিয়েছেন, মৃত্যুর থেকেও এটি একটি সুন্দর মুহূর্ত’। কতজন মানুষ দেখতে পায় যে তাদের মা তার সন্তানের জন্ম দিয়েছেন?

#আরো পড়ুনঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবিতে হাতে আইফোন ধরে থাকা সৈনিক, ছবি ঘিরে তৈরি তুমুল সোরগোল

আপনার জন্য
WhatsApp Logo