#নিউজ ডেস্কঃ বেলজিয়ামের ব্রাসেলসের বাসিন্দা সারাহ তলবি। জন্ম থেকেই নেই তার দুই হাত। কিন্তু তাতে কি, একজন স্বাভাবিক মানুষের মতো দুই হাত না থাকলেও নিজের জীবন যুদ্ধে একদমই দমে থাকেননি সারাহ। দুই হাত না থাকলেও ৩ বছর বয়সী মেয়ে লিলিয়ার জন্য পা দিয়ে খাবার রান্না করেন তিনি। শুধু তাই নয়, ছোট বেলা থেকেই মেয়েকে খুব যত্ন সহকারে লালন পালন করেছেন সাহারা। যা আজ পর্যন্ত মেয়েকে কোন কিছুরই অভাব বুঝতে দেননি তিনি।
জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ইউটিউবে একটি চ্যানেল রয়েছে সারাহার। যেখানে তিনি দৈনন্দিন জীবনের নানান ধরনের ভিডিও আপলোড করে থাকেন। যে ভিডিও গুলোতে সারাহকে দেখা যায় এক পায়ে ছুরি ধরে অন্য পায়ে তাকে সব্জি কাটতে। এছাড়াও দুই হাত না থাকার কারণে নিজের পা দিয়েই চুল আঁচড়ে দেন মেয়ের। এমনকি গৃহস্থালির সমস্ত কাজ একাই করেন সারাহ।
অক্ষমতার কথা নিজের মেয়েকেও বলেছেন সারাহ। ৩ বছরের ছোট্ট মেয়ে লিলিয়া মায়ের এ অক্ষমতার কথা বোঝে মাকে প্রচন্ড পরিমানে ভালোবাসে। এজন্য কোন কিছুর জন্য মায়ের কাছে আবদারও করে না লিলিয়া। আর ছোট্ট মেয়ের এ জিনিসটাই কখনো কখনো আবাক করে সারাহকে।
View this post on Instagram
এক সাক্ষাৎকারে সারাহ জানান, স্বামী বাড়িতে না থাকলে পুরো বাড়ি নিজেকেই সামলাতে হয় তাকে। এবং পা দিয়েই স্বামী এবং মেয়ের জন্য তৈরি করেন সুস্বাদু খাবার। সাক্ষাৎকারে সারাহ বলেন, মেয়ের জন্মের পর তিনি ভাবছিলেন হয়তো হাত ছাড়া কোন ভাবেই মেয়েকে মানুষ করতে পারবেন না তিনি। আর এখন পা দিয়ে কাঁধে তুলে নেন মেয়েকে।
#আরো পড়ুনঃ সন্তান কি অল্প বয়সেই প্রেম করছে? বাবা-মায়েরা জেনে বুঝেও এই ভুল গুলো করবেন না