Friday, December 8, 2023

শান্ত স্বভাবের মেয়েরা নয়, ঝগড়ুটে মেয়েরাই হচ্ছে ভালো মেয়েদের লক্ষ্যন, বলছে নতুন গবেষণা

#লাইফস্টাইল ডেস্কঃ মেয়েদের সাধারনত খুবই রহস্যজনক মনে হয় সমগ্র পুরুষ জাতির কাছে। এমনকি কবি সাহিত্যিকরা পর্যন্ত মেয়েদের জটিল এবং রহস্যজনক বলে বর্ণনা করেছেন। কিন্তু আসলেই কি মেয়েরা রহস্যজনক? তাদের বোঝা কি সত্যিই খুব কঠিন? এটা অবশ্য বলা মুশকিল। অন্যদিকে মেয়েরা রহস্যজনক হওয়ার কারণে কোন মেয়ে ভালো আর কোন মেয়ে খারাপ তা বোঝা খুবই মুশকিল।

এক নতুন গবেষণায় বলা হয়েছে আসলে ভদ্র এবং শান্ত প্রকৃতির মেয়েদের থেকে যেসব মেয়েরা ঝগড়ুটে তারা নিঃসন্দেহে ভালো মেয়ে। এখানে ভালো মেয়ে বলতে বোঝানো হয়েছে, যেসব মেয়ের সাথে কোন ছেলের সম্পর্ক নেই। কোন দাগ নেই চরিত্রে। যে মেয়েরা সর্বত্র নিজেদের চরিত্রের বিষয়ে ভেবে থাকেন। কিন্তু কি ভাবে একটি ভদ্র এবং শান্ত প্রকৃতির মেয়ের থেকে ঝগড়ুটে মেয়েরা ভালো? আসুন যেনে নেই।

) গবেষণায় বলা হয়েছে, একটু শান্ত ও কোমল স্বভাবের মেয়েদের প্রতি সবারই আকর্ষন থাকে। তাই মেয়েটিকে পটানোর চেষ্টা করেন অনেকেই। তবে এক্ষেত্রে মেয়েটি প্রথম প্রথম কারো প্রেমের প্রস্তাবে সাড়া না দিলেও পরে ঠিকই কাউকে কাউকে মন দিয়ে বসেন।

 

) একটি ভালো মেয়ের থেকে ঝগড়ুটে মেয়েকে পটানো খুবই কঠিন। মেয়েটি রাগী এবং ঝগড়ুটে হওয়ার দরুন কোন ছেলেই তাকে প্রেমের প্রস্তাব দিতে ভয় পাবেন। এ ক্ষেত্রে এমন মেয়েদের চরিত্র সুরক্ষিত থাকবে। অন্যদিকে মেয়েটি অত্যন্ত ঝগড়ুটে হওয়ার দরুন তার চরিত্র সম্পর্কে সহজেই জানা যায়।

) শান্ত ও কোমল স্বভাবের মেয়েদের চরিত্র বোঝা খুবই কঠিন। এরা রেগে গেলে কেমন আচরণ করেন। এদের কারো সাথে সম্পর্ক রয়েছে কিনা তা জানা যায় না। অন্যদিকে একটি মেয়ে রাগী এবং ঝগড়ুটে হলে এমন মেয়েদের সাথে কেউই প্রেম করতে চান না।

) রাগী এবং ঝগড়ুটে স্বভাবের মেয়েরা রাগী হলেও এরা প্রচন্ড পরিমানে ভালোবাসেন তাদের স্বামীদের। অন্যদিকে এরা সর্বদা কোমল আচরণ করে থাকেন তাদের স্বামীদের সাথে।

#আরো পড়ুনঃ রাত বাড়লেই মোবাইলে এ গোপন জিনিসগুলো সার্চ করে মেয়েরা, হতবাক হয়ে যাবেন জেনে

আপনার জন্য
WhatsApp Logo