Saturday, December 2, 2023

মাকে কি তুই করে সম্বোধন করা যায়? এভাবে ডাকাটা কি অন্যায়? কি বলছেন উচ্চশিক্ষিত সমাজ?

#লাইফস্টাইল ডেস্কঃ মাকে তুমি,আপনি এমনকি কেউ কেউ ‘তুই’ করেও ডেকে থাকেন। এমন ভাবে ডাকার ভঙ্গিমা অনেক বাঙালির মধ্যেই দেখা যায়। আসলেই কি মাকে ‘তুমি’ করে না ডেকে ‘তুই’ করে ডাকা বা সম্বোধন করাটা কি অন্যায়? এবিষয়ে কি বলেছেন বিভিন্ন পন্ডিত মহল বা উচ্চ শিক্ষিত সমাজ?

মা হলেন আমাদের জীবন সৃষ্টিকারী সেই ব্রহ্মা যিনি না থাকলে আমরা আজ পৃথিবীর আলো দেখতে পারতাম না। অনেকের মতে, মাকে আপনি বলে সম্বোধন করলে তাকে অপরিচিত মনে হয়। মনে হয় যেন মায়ের বয়সী কোন মহিলাকে ডাকা হচ্ছে। তাই মাকে সবসময় সম্বোধন করা উচিত তুমি বলে। কিন্তু মাকে তুমির বদলে ‘তুই’ করে ডাকা এটি মোটেও একজন শিক্ষিত মানুষের কাজ হতে পারে না। কারণ মা হচ্ছেন বয়সে বড় আমাদের থেকে। তাই বয়সে বড় কোন কাউকে সবসময় আপনি, বা নিজের কেউ হলে তাকে তুমি করে ডাকা উচিত।

হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান। যেই গানের লাইনে তিনি বলেছেন, মাগো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। আবার পান্নালাল ভট্টাচার্যের একটি জনপ্রিয় গান, যেই গানের লাইনে তিনি বলেছেন, “মা তোর কত রঙ্গ দেখবো বল”? আবার কবি মুকুন্দ দাস বলেছেন, “একবার বিদায় দে মা ঘুরে আসি”। অর্থাৎ মাকে এখানে তুই বলে সম্বোধন করা হয়েছে। তাহলে কি কবিরা মাকে তুই করে ডেকে তাকে অপমান করেছেন?

অনেকের মতে, মাকে তুমি, আপনি এবং তুই ডাকার মধ্যে কোন পার্থক্য নেই। মাকে ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যপার। তবে বর্তমান বাঙালি সমাজ মাকে ‘তুমি’ বলেই সম্বোধন করে থাকেন। আপনি আপনার মাকে কি বলে ডেকে তাকে সবচেয়ে আপন ভাবেন সেটা আপনার বিষয়। তবে মাকে ভালোবাসাটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

#আরো পড়ুনঃ সন্তান ছাড়াও তার মাও আছে ছবিতে, চোখ থাকলে মাত্র ১১ সেকেন্ডের ভিতরেই খুঁজে পাবেন যে কেউ

আপনার জন্য
WhatsApp Logo