Friday, December 8, 2023

মহিলাদের এই ধরনের কাজ করার ইচ্ছা প্রবল থাকে, তাঁরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না নিজেদের

#চাণক্য নীতিঃ আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের অন্যতম একজন বিখ্যাত পন্ডিত। তার জ্ঞানের ভাণ্ডার এতোটাই ছিল যে তিনি তার সেই জ্ঞান দিয়ে ভারতবাসী তথা পুরো বিশ্বের মানুষকে পথ দেখিয়েছেন। তেমনি আচার্য চাণক্য তার গ্রন্থতে মহিলাদের নিয়ে কিছু গোপন ও গুরুত্বপূর্ণ কথা লিখে গেছেন। যেটা থেকে চাইলেও মহিলারা কখনোও দূরে থাকতে পারেন না।

কি সেই গোপন কথা যেটা মহিলাদের বিষয়ে চাণক্য তার গ্রন্থতে লিখে গেছেন?

১) খাদ্য– আচার্য চাণক্য তার গ্রন্থতে লিখেছেন, পুরুষের চেয়েও মহিলাদের খিদে বেশি। তারা তাদের খিদে নিবারণ করতে একজন পুরুষের চেয়েও অধিক মাত্রায় খাদ্য (খাবার) খেয়ে থাকেন।

২) লজ্জা– আচার্য চাণক্য বলে গেছেন, পুরুষের চেয়ে একজন নারী অধিক মাত্রায় লাজুক হয়ে থাকে। নারীরা এতোটাই লাজুক হয়ে থাকে যে কোন কথা বলার আগে তারা অত্যন্ত ১০ বার ভাবেন।

৩) সাহস– চাণক্যের গ্রন্থ অনুসারে, নারীরা অত্যন্ত সাহসী হয়ে থাকে পুরুষদের থেকে। নারীদের সামনে যতোই বিপদ আসুক না কেন তারা সেই বিপদ খুবই শক্ত হাতে সামাল দিতে পারেন। এমনকি পুরুষরা যে কাজ করতে গিয়ে তাঁরা ১০ বার ভাবেন, নারীদের ক্ষেত্রে তার ঠিক উল্টো। তাদের বেশি ভাববার প্রয়োজন হয়না।

৪) কার্যক্ষমতা– আচার্য চাণক্য বলেছেন, পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে কাজ করার ইচ্ছা ৮ গুণ বেশি। তবে তারা লজ্জার কারণে এটি কখনোই সবার সামনে প্রকাশ করেন না। অন্যদিকে নারীরা তাদের পরিবারের যত্ন নেয়। নারীরা পুরুষদের থেকেও অধিক ধর্ম বিশ্বাসী হয়ে থাকে।

#আরো পড়ুনঃ পুরুষের চেয়ে নারীরা শতগুণ এগিয়ে এসব কাজে, নারীদের ধারে কাছে ঘেঁসতে পারবেনা পুরুষরা। চাণক্য নীতি

আপনার জন্য
WhatsApp Logo