Thursday, December 7, 2023

রোজ দুধ দেয় ২৫ লিটার,খায় ১৫ কেজি ফল ও ১০ কেজি মটন, এ মহিষের দাম এখন ১০ কোটি

#নিউজ ডেস্কঃ মিরাটের সারদাবর বল্লভভাই প্যাটেল কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে কিষাণ মেলা। আর এ কিষাণ মেলায় সবার আকর্ষনের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে ১৫০০ কেজি ওজনের একটি বিশালদেহী মহিষ। যে মহিষটিকে দেখার পর মানুষ ভিড় জমিয়েছেন মহিষটির সাথে সেলফি তোলার জন্য। যানা যাচ্ছে বিশাল চেহারার এ মহিষটির নাম বাফেলো গোলু।

মহিষ মালিক নরেন্দ্র সিং জানিয়েছেন, মহিষটি যেমন বিশালদেহী তেমনি সে খাবারও খায় প্রচুর। গোলু রোজ ফল খায় ১৫ কেজি, এছাড়াও রোজ আরও খায় ১৫ কেজি শস্য। শুধু তাই নয়, মাংসাশী প্রাণীদের মতো মহিষটির রোজ প্রয়োজন ১০ কেজি মটন। শুধু তাই নয়, এতো পরিমাণে খাবার খাওয়ার পর রোজ মহিষটি দুধ দেয় ২৫ কেজি। মহিষ মালিক নরেন্দ্র সিং জানিয়েছেন, তিনি তার মহিষ’টিকে প্রতিদিন সকালে ১০ কিলোমিটার পর্যন্ত হাঁটাতে নিয়ে যান। এরপর বাড়ি ফিরে সারা গায়ে তেল মালিশ করেন মহিষ’টির।

সংবাদ মাধ্যমকে নরেন্দ্র সিং জানিয়েছেন, প্রতি বছর মহিষটির শুক্রাণু বিক্রি করে লাখ লাখ টাকা কামান তিনি। অন্যদিকে তার মহিষের শুক্রানুর চাহিদা রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থান সহ অনেক রাজ্যে।

মিরাটের কৃষি মেলায় মহিষটিকে নরেন্দ্র সিং নিয়ে গেলে সেখানে সেলফি তোলার হিড়িক পড়ে যায় মেলা দর্শনকারীদের মধ্য। সেখানে মহিষটিকে কেনার জন্য সাড়ে ৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন হরিয়ানার কুরুক্ষেত্র জেলার করমবীর সিং ‘যুবরাজ’। যদিও মহিষটিকে বেচার বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি নরেন্দ্র সিং।

#আরো পড়ুনঃ রুপে গুনে সরস্বতী, বিরাট কোহলির মতো বউ পেতে হলে কী কী গুণ থাকতে হবে আপনার মধ্যে?

আপনার জন্য
WhatsApp Logo