#চাণক্য নীতিঃ আচার্য চাণক্য ছিলেন একজন মহান অর্থনীতিবিদ, কূটনীতিবিদ এবং কৌশলবিদ। তার নীতির জোর এতোটাই ছিল যে একজন সাধারণ শিশুও যিনি কিনা চন্দ গুপ্ত সম্রাট হয়েছিলেন। আচার্য চাণক্য নীতির জোর বর্তমান সময়েও বিরাজমান, মানুষ চাইলেই চাণক্য নীতি প্রয়োগ করে নিজেদের জীবনে সাফল্যের চুড়া পর্যন্ত পৌঁছতে পারেন এবং টপকাতে পারেন সমস্ত ব্যর্থতাকে।
একটি নীতিশাস্ত্রে আচার্য চাণক্য ভালো নেতা হওয়ার গুণাবলী সম্পর্কে উল্লেখ করেছেন। আপনার মধ্যে কি সেই গুন গুলো আছে? যদি থাকে তাহলে আপনাকে একজন ভালো নেতা হওয়ার থেকে কেউই আটকাতে পারবে না। আপনি আপনার নিজের জীবনে সাফল্যের হবেনই।
চাণক্য নীতিমালাঃ
১) ধৈর্য– আচার্য চাণক্য বলেছেন একজন ভালো নেতা হওয়ার জন্য আপনার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে। আর যার মধ্যে ধৈর্য শক্তি নেই তিনি নেতা হওয়ার উপযুক্ত নন। কারণ ধৈর্য না থাকলে আপনি যে কোন কাজেই সফল হবেন না।
২) পরিকল্পনাঃ আচার্য চাণক্যের মতে, একজন শ্রেষ্ঠ নেতা তিনিই, যিনি কিনা পরিকল্পনা মাফিক কাজ করেন। যে কোন কাজ করার আগে পর্যাপ্ত পরিকল্পনা করা প্রয়োজন। আর যিনি পরিকল্পনা ছাড়া কাজ করেন, তিনি কখনোই নেতা হতে পারেন না। কারণ পরিকল্পনা ছাড়া কাজ করা মানে সমগ্র দলকে বিপদে ফেলা।
৩) সতর্কঃ চাণক্য নীতিমালা অনুসারে একজন ভালো নেতা তিনিই, যিনি কাজ শেষ না হওয়া পর্যন্ত সতর্ক থাকেন। কারণ সতর্ক থেকে কাজ করলে বিজয় নিশ্চিত।
৪) পরামর্শঃ একাই কোন কাজ করা মানে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই চাণক্য বলেন, একজন ভালো নেতা সবসময়ই তার সহকর্মীদের পরামর্শ নিয়ে কাজ নামেন। এতে কাজে সৃজনশীলতা আসে।
#আরো পড়ুনঃ এই লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন, নয়তো আপনার জীবন শেষ। চাণক্য নীতি