#নিউজ ডেস্কঃ বিশ্বাস ভঙ্গ করে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন প্রেমিক। দিব্যি রয়েছেন সুখে। তাই বিশ্বাস ভঙ্গের বদলা নিতে এক অভিনব কায়দা বেছে নিলেন আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা পপ গায়িকা ইজ্জা।সারা শহর জুড়ে প্রেমিকের বাড়ির সামনে হতে গোটা অঞ্চলে নিজের ছবি সহ পোস্টার লাগিয়েছেন তিনি। বিশেষ করে প্রেমিকের বাড়ির সামনে বড় সাইজের একটি পোস্টার লাগান ২৫ বছর বয়সী ইজ্জা।
রোজ সকালে ঘুম থেকে উঠা এবং রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ধোঁকাবাজ প্রেমিক এবং তার প্রেমিকাকে দেখতে হবে ইজ্জার ছবি। এমনই উদ্দেশ্য প্রেমিকের বাড়ির সামনে ১৪ ফুটের ওই পোস্টারটি লাগিয়েছেন ইজ্জা। প্রেমিকের বাড়ির সামনে পোস্টার লাগানোর কথা একটি ভিডিও বার্তায় জানান তিনি।
ইজ্জার সেই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৪৩ লক্ষ মানুষ। ভিডিওতে ইজ্জা বলেছেন, প্রাক্তন প্রেমিক আমার সঙ্গে প্রতারণা করে। তাই আমি নিজের ছবি দেওয়া সাইনবোর্ড বসিয়ে দিয়েছি ওঁর বাড়ির সামনে। এতে রোজ ওঁর আর ওঁর প্রেমিকাকে দেখতে হবে আমার মুখ। ভিডিওটিতে ইজ্জা বলেন, আমার সঙ্গে প্রতারণা করে ওই মেয়েটির সঙ্গে ভালোই আছে ‘ও’। আমি ওঁর সুখ দেখতে চাইনা।
এক সাক্ষাৎকারে ইজ্জা বলেন, ৫ বছর আগেও অন্যের সুখের কথা ভাবতেন তিনি। কিন্তু এবার অনেক হয়েছে এবার নিজের সুখের জন্য লড়বেন তিনি।
#আরো পড়ুনঃ প্রেমিকার রাগ ভাঙ্গাতে অনন্য কায়দা, নিজের সব দাঁত উপড়ে ফেলে প্রেমিকাকে দাঁতের তৈরি নেকলেস উপহার দিলেন যুবক