Saturday, December 2, 2023

গলায় খাবার আটকে মর মর অবস্থা, রেস্তোরাঁর কর্মীর প্রাণ বাঁচানোর ভিডিও দেখলে আঁতকে উঠবেন আপনি

#ভাইরাল ডেস্কঃ রেস্তোরাঁয়ঢ় বসে খাবার খাচ্ছিলেন বেশ কয়েকজন। হঠাৎ করেই সেখানে ঘটে অপ্রিতিকর এক ঘটনা। দেখা যায়, মুখে খাবার ঢোকানোর সাথে সাথেই সেই খাবার আটকে যায় এক ব্যক্তির গলায়। গলায় খাবার আটকানোর ফলে কষ্ট পেতে থাকেন তিনি। প্রায় যেন মর মর অবস্থা।

এদিকে গলায় খাবার আটকে যাওয়া ওই ব্যক্তির এমন পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে যান সেই টেবিলেই বসে থাকা তার বাকি সঙ্গীরা। এমন পরিস্থিতিতে কি করা উচিত এ বিষয়ে জানেন না কেউই। কিন্তু ঠিক তখনই ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে ছুটে আসেন রেস্তোরাঁর এক কর্মী। ওই ব্যক্তির প্রাণ বাঁচানোর একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, খাবার টেবিলে বসে বন্ধুদের সাথে আড্ডা মারছিলেন ওই ব্যক্তি। কিন্তু খাবার মুখে তোলার পরেই সেই খাবার আটকে যায় তার গলায়। এদিকে রেস্তোরাঁর এক কর্মী খাবার পরিবেশনে ব্যস্ত ছিলেন বাকি টেবিল গুলোতে। কিন্তু গলায় খাবার আটকে যাওয়া ওই ব্যক্তির এমন পরিস্থিতি দেখে ছুটে আসেন তিনি। এরপর তিনি ওই ব্যক্তিকে পেছন থেকে চেপে ধরে ঝাঁকাতে থাকেন।

অন্যদিকে রেস্তোরাঁর কর্মী ব্যক্তির প্রাণ বাঁচাতে দেখে ছুটে আসেন বাকি গ্রাহকরাও। তারাও কিছু সাহায্য করার চেষ্টা করেন তাকে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে goodnews_movement নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে। রেস্তোরাঁর কর্মীর ওই ব্যক্তি প্রাণ বাঁচানোর ভিডিওটি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ক্যাপশনে লেখা রয়েছে wow! A real hero in action.

#আরো পড়ুনঃ শরীরের তুলনায় যেন চোখ বড়! প্রাণী নাকি এলিয়েন? ভিডিও দেখে আঁতকে উঠছেন ছোট থেকে বড়রা

আপনার জন্য
WhatsApp Logo