Thursday, December 7, 2023

এক বিশেষ পানীয়র জেরেই বেঁচে আছেন মডেল, ৩ঘন্টা অন্তর অন্তর পান না করলে মৃত্যু হতে পারে তৎক্ষণাৎ

এক বিরল রোগে আক্রান্ত ব্রাজিলের মডেল তারকা ২৯ বছর বয়সী লেটিসিয়া রামোস। আর এর জন্য তাকে রোজ খেতে হচ্ছে শর্করা মেশানো এক বিশেষ পানীয়। রোজ ৩ ঘন্টা অন্তর অন্তর ওই বিশেষ পানীয় পান করতে হচ্ছে লেটিসিয়াকে। আর সে যদি এটা পান না করে তাহলে যে কোন সময় মৃত্যু হতে পারে তার।

লেটিসিয়া জানিয়েছেন, গ্লাইকোজেনোসিস নামের এক বিরল রোগে আক্রান্ত তিনি। এ রোগ হলে দেহে গ্লাইকোজেন সঞ্চয়ে সমস্যা তৈরি হয়। যা কিনা খুবই মারাত্মক। কারণ এ গ্লাইকোজেন হলো শর্করার একটি বিশেষ রূপ। লেটিসিয়া বলেন, এ রোগ প্রতি ২৫,০০০ লোকের মধ্যে মাত্র ১ জনের হয়ে থাকে। তাই এ রোগের সঠিক কোন চিকিৎসা না থাকলেও আক্রান্তকে শর্করা মেশানো এক বিশেষ পানীয় পান করতে হয় সবসময়।

লেটিসিয়া বলেন, ৩ ঘন্টা অন্তর অন্তর এ পানীয় পান করতে হয় তাকে। যদি তিনি এটা না করেন তাহলে হঠাৎ দেহে শর্করার পরিমাণ কমে যেতে পারে। দেখা দিতে পারে হাইপোগ্লাইসেমিয়া। আর এই হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা খুব বেড়ে গেলে কোমায় চলে যাবার সম্ভাবনা থাকে।

লেটিসিয়ার চিকিৎসক জানিয়েছেন, এ রোগ বেশি গাড়িয়ে গেলে তিনি ঠিক মতোন হাঁটতেও পারবেন না। অজ্ঞান হয়ে যাবেন ক্ষণে ক্ষণে। লেটিসিয়া বলেন, এ রোগ তার তখন ধরা পড়েছিল যখন তিনি ছোট ছিলেন। তাই এ রোগকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পানীয়ও পাশপাশি রোজ ডজন ডজন ঔষধও খেতে হয় তাকে।

#আরো পড়ুনঃ চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে পড়ে যায় চোখে চোখ, ২৫ বছর বয়সী তরুণী এখন ৫৫ বছর বয়সী ব্যক্তির স্ত্রী

আপনার জন্য
WhatsApp Logo