#নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের বাসিন্দা ২৭ বছর বয়সী লরেন আহিনওয়াই। প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম দেবার পরে অলৌকিকভাবে গর্ভবতী হয়ে গেলেন দ্বিতীয়বার। লরেন টিক টকের একটি ভিডিও বার্তায় আশ্চর্যজনক ভাবে গর্ভবতী হওয়া ওই দ্বিতীয় সন্তানের ব্যপারে জানিয়েছেন। যা শুনে হতভম্ব হয়ে যান অনেকেই।
ভিডিওতে লরেন জানান, গত ২৭ নভেম্বর ২০২০ তে একটি কন্যা সন্তান প্রসব করেছিলেন তিনি। এরপর ২০২১ সালের ২৬ অক্টোবর আবারো তিনি গর্ভবতী হয়ে যান। এরপর হসপিটালে নিয়ে গেলে সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। অর্থাৎ ১১ মাসে ২ বার সন্তান প্রসব করেছেন লরেন। যেটা কিনা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অলৌকিক এক ঘটনা।
একজন মহিলা দীর্ঘ ৯ মাস গর্ভে সন্তান ধারণের পর সেই সন্তান প্রসব করেন। কিন্তু লারা ১১ মাসেই দু’বার সন্তানের জন্ম দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। যদিও আশ্চর্যজনক এ ঘটনাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়, আইরিশ প্রেগন্যান্সি। এক্ষেত্রে লালার প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানকে ধরা হবে জমজ।
টিকটকে লারা জানিয়েছেন, প্রথম সন্তান জন্ম দেবার পরে একজন দায়িত্ববান বাবা-মা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন লারা এবং তার স্বামী। কিন্তু তখনই গর্ভে দ্বিতীয় সন্তানের কথা জানতে পারেন। ফলে গোটা ঘটনায় বেশ চমকে গিয়েছিলেন দুজনেই। কিন্তু পরে জানতে পারেন আইরিশ প্রেগন্যান্সির কথা। লারা বলেন, দ্বিতীয় সন্তানের খবরে খুশিতে আত্মহারা হয়ে উঠেছিলেন তার স্বামী জন।
#আরো পড়ুনঃ দুই যমজ বোনকে এক সাথে বিয়ে যুবকের, এক সাথেই করেন স্নান, নাওয়া-খাওয়া, টয়লেট