Thursday, December 7, 2023

রানওয়ে ছেড়ে উড়তেই খুলে পড়ল বিমানের চাকা , উড়ে গেল সেই অবস্থাতেই-(ভিডিও)

#ভাইরাল ডেস্কঃ সবেমাত্র রানওয়ে ছেড়ে আকাশে উঠেছিল বিমানটি। আর তখনই খুলে নিচে পড়ে যায় বিমানের চাকা। তবে বিমানের চাকা যে খুলে নিচে পড়ে গেছে সেটা টেরই পাননি বিমানের পাইলট! এরপর সেই বিমান নিয়েই পাড়ি দিলেন গন্তব্যের দিকে।

ভয়ঙ্কর এ দৃশ্য ধরা পড়ছে বিমানবন্দরের বাইরে থাকা একটি ক্যামেরায়। জানা যায়, বিমানের চাকা খুলে যখন সেটি মাটিতে পড়েছিল গড়াতে থাকে সেই চাকাটি। জানা গেছে, ঘটনাটি ইটালির টারান্টো বিমানবন্দরের। যে বিমানের চাকা খুলে নিচে পড়ে যায় সেটি বোয়িং কম্পানির এয়ার ড্রিমলিফটার ৭৪৭।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ি, মঙ্গলবার বোয়িং ৭৪৭ বিমানটি টারান্টো বিমানবন্দর থেকে আমেরিকার চার্লসটন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু রানওয়ে ছেড়ে আকাশে উড়তেই খুলে মাটিতে পড়ে যায় বিমানের একটি চাকা। সেই সাথে ধোয়াও বের হতে দেখা যায় চাকা থেকে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়ন।

এই সেই খুলে পড়া চাকা।

বোয়িং জানিয়েছেন, বোয়িং ৭৪৭ বিমান সাধারণত মালবহনের কাজে ব্যবহার করা হয়। এ বিমানে মোট ১৮টি চাকা আছে। আর এ কারণে একটি চাকা খুলে পড়লেও বাকি চাকার সাহায্য গন্তব্যে পৌঁছতে পারে বিমানটি। বোয়িং জানিয়েছেন, বিমান থেকে খুলে পড়া চাকাটির ওজন ছিল ১০০ কেজি। চাকাটি বিমানের থেকে আঙ্গুরের মত খসে পড়েছিল।

#আরো পড়ুনঃ কেয়ামত! জ্যান্ত খরগোশ ধরে চিবিয়ে খেয়ে ফেললো হরিণ, ভিডিও দেখলে বিশ্বাসই হবে না নিজের চোখকে

আপনার জন্য
WhatsApp Logo