#ভাইরাল ডেস্কঃ পোষ্য প্রাণীদের নানান মজাদার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। যে ভিডিও গুলি দেখার পর হেসে লুটোপুটি খান বহু মানুষ। এবার তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। যে ভিডিওটি বাকি সব ভিডিও থেকে একদমই আলাদা।
ভিডিওতে একটি বিড়াল তার কর্মকান্ডের জন্য বোকা বলে পরিচিতি পেয়েছে সর্বত্র। কারণ ভিডিওতে দেখা যায়, বিড়ালটি একটি বাড়ির ছাদ ফুটো করে নিচে নামার চেষ্টা করছে। ছাদটি কাঠের তৈরি হওয়ায় বিড়ালটি তার দাঁত দিয়ে কামড়ে কামড়ে তৈরি করে ফেলে একটি বড় গর্ত। এরপর সেই গর্ত দিয়ে বাইরে মাথা বের করার চেষ্টা করে বিড়ালটি।
টুইটারে LADbible নামের একটি একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ছাদ ফুটো করার সময় প্রতিবার সেই ফুটো দিয়ে মাথা গলানোর চেষ্টা করছে বিড়ালটি। যদিও সেই ফুটো দিয়ে পুরো শরীর বের করতে হলে আরো বড় ফুটো তৈরি করতে হবে বিড়ালটিকে।
On this week’s edition of cats are d**ks…😂😂 pic.twitter.com/h6tUiRIQte
— LADbible (@ladbible) October 11, 2022
ভিডিওটি টুইটারে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে বিড়ালের কর্মকান্ড দেখে কেউ কেউ বলছেন, এর চেয়ে বোকা বিড়াল এর আগে কখনো দেখিনি। আবার কেউ বলছেন, বিড়ালটিকে দেখলে মনে হয় ডিম থেকে কোনো বাচ্চা বের হচ্ছে।
#আরো পড়ুনঃ গভীর ভালোবাসায় কোন ছিদ্রপথ নেই, নিজের নাতনির সমান মেয়ের সাথে সংসার পাতার পরিকল্পনা বৃদ্ধের