Thursday, December 7, 2023

পেট ভরে খাবার খেয়ে বিল দিতে হিমশিম, অন্তর্বাস থেকে সিগারেট বের করে প্লেটের উপরে রেখে দিলেন মহিলা!

#নিউজ ডেস্কঃ কথায় আছে পা যত লম্বা চাদরও ঠিক ততটাই লম্বা হাওয়া উচিত। অর্থাৎ অর্থি উপার্জনের কথা মাথায় রেখে অর্থ খরচ করা উচিত। অন্যথা যুক্তরাজ্য বসবাসরত এক মহিলার মতো অবস্থা হবে। যিনি একটি রেস্তোরাঁতে ইচ্ছে মতো খাবার খেয়ে শেষপর্যন্ত বিল পরিশোধ করতে পারেননি। ফলে একটি লজ্জাজনক পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছিল ওই মহিলাকে।

দ্যা মিররের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ৫ তারা রেস্টুরেন্টে বিনামূল্যে খাবার খাওয়ার জন্য মধ্য বয়সী একজন মহিলা নিজের অন্তর্বাসের ভেতর থেকে একটি সিগারেটের প্যাকেট বের করে এরপর সেই প্যাকেট থেকে প্লাস্টিক ছিঁড়ে রেখে দিয়েছিলেন খাবার প্লেটের উপরে। যাতে করে রেস্তোরাঁর কর্মীদের মনে হয় তাদের গাফিলতির কারণে কোনো ভাবে খাবারের ভিতরে চলে আসে ওই প্লাস্টিকের ছেড়া অংশ। আর এতে করে ওই মহিলা বিনামূল্যে খাবার খেতে পারবেন।

কিন্তু ওই মহিলা যখন এ কাজ করছিলেন তখন সেই দৃশ্য ধরা পরে রেস্তোরাঁর CCTV ক্যামেরায়।

রেস্তোরাঁর মালিক নাসিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সোমবার বিকালে ওই মহিলা পরিবারের ৫ সদস্যদের নিয়ে খেতে এসেছিলেন বাকিংহামশায়ারের মিল্টন কেইনসের কারি হাউসে। এরপর পরিবারটি ৪টি স্টার্টার সহ ৬টি আরও দামি দামি খাবার অর্ডার করে। যার বিল হয়েছিল ১৬০ পাউন্ড অর্থাৎ প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু ওই মহিলা খাবার বিল এড়াতে নিজের অন্তর্বাস থেকে সিগারেটের প্যাকেট বের করে, প্লাস্টিক ছিড়ে রেখে দেন খাবার প্লেটের উপরে।

হোটেল মালিক নাসিম আরো বলেন, ওয়েটার যখন তাদের অর্ডার করা আরও একটি আইটেম নিয়ে আসে তখন সেই প্লাস্টিকের টুকরো ওই মহিলা রেখে দেন সেটির উপরে। যা ধরা পড়ে CCTV ক্যামেরায়। নাসিম জানিয়েছেন, তাদের রেস্তোরাঁর কর্মীরা খুবই দায়িত্ববান। তাঁরা খাবারের ভিতরে প্লাস্টিক, এ ধরনের ভুল করতেই পারেন না। নাসিম বলেন, CCTV ফুটেজ খুঁতিয়ে দেখতেই বোঝা যায় এসব করেছেন ওই পরিবারটি।

নাসিম জানিয়েছেন, খাবারের ভিতরে প্লাস্টিক রেখে চিৎকার করতে থাকেন ওই মহিলা। পরে এ ভুল রেস্তোরাঁর তরফ থেকে হয়েছে বলে তাদের বিলে ৪০% ডিসকাউন্ট দেয় হয়। কিন্তু ওই মহিলার স্বামী বলেন তারা কোন টাকাই দেবেন না এধরনের ভুলের জন্য।

জানা গেছে, এ ঘটনার পর ওই মহিলা এবং তার পরিবারকে খুঁজছে পুলিশ।

#আরো পড়ুনঃ গভীর ভালোবাসায় কোন ছিদ্রপথ নেই, নিজের নাতনির সমান মেয়ের সাথে সংসার পাতার পরিকল্পনা বৃদ্ধের

আপনার জন্য
WhatsApp Logo