Saturday, December 2, 2023

physiology: ছবিতেই লুকিয়ে ক্যাপশন, ছবির মহত্ব উদ্ধার করতে পারলে আপনার মনোবিদ্যা ধন্য

#অপ টপিকঃ physiology বা মনোবিজ্ঞান হল মানসিক প্রক্রিয়া। যা কারো আচরণ সম্পর্কিত বিদ্যামান এবং অধ্যায়ন সম্পর্কে ধরনা দেয়। অর্থাৎ মানুষ এবং যে কোন প্রাণীর আচরণগত দিক বোঝা যায় এ মনোবিজ্ঞানের সাহায্য।

আর মনোবিজ্ঞানের সাহায্য নিয়েই আপনাকে বলতে হবে একটি ছবির মহত্ব। যে ছবিটি ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনি কি পারবেন ছবিটির মহত্ব খুঁজে বের করতে? এখন পর্যন্ত ৯৯% মানুষ ব্যর্থ হয়েছেন এ পরিক্ষায়।

ছবিতে দেখা যাচ্ছে একটি বিড়ালকে। এবং বিড়ালটির চারপাশে রয়েছে জঙ্গল। ছবিটি সাধারণ দৃষ্টিতে দেখে মনে হতে পারে এ ছবির ভিতরে কোন বিশেষত্ব নেই। কিন্তু একদমই ভুল ধারণা। এ ছবিটি কোন ক্যাপশন ছাড়াই কথা বলছে। বলছে ছবিতে থাকা বিড়ালটির মনের চাপা কষ্ট।

তাহলে আপনি কি পারলেন ছবির মহত্ব উদ্ধার করতে? যদি না পেরে থাকেন তাহলে নিচে দেওয়া সমাধানটি পড়ুন।

                                    

ছবিতে দেখুন বিড়ালটি বসে আছে একটি উঁচু মাটির টিলারের পাশে। টিলারের উপরের দিকে দেখা যাচ্ছে একটি কালো রঙের বোর্ড। সেখানে কিছু লেখা রয়েছে। আর ওই টিলারটি হলো একটি কবর। অর্থাৎ বিড়ালটি তার মালিকের কবরের পাশে বসে আছে।

সাধারণ দৃষ্টিতে দেখলে ছবিটি একটি সাধারণ ছবি মনে হতে পারে। কিন্তু একটু মনোযোগ সহকারে ছবিটি দেখলে বোঝা যায় ছবিটি কোন প্রকার ক্যাপশন ছাড়াই কথা বলছে।

#আরো পড়ুনঃ শরীরের তুলনায় যেন চোখ বড়! প্রাণী নাকি এলিয়েন? ভিডিও দেখে আঁতকে উঠছেন ছোট থেকে বড়রা

আপনার জন্য
WhatsApp Logo