Saturday, December 2, 2023

নিজ হাতে খদ্দেরদেরকে খাওয়াতে হবে আঙুর, তাতেই মিলবে মোটা অংকের বেতন, ফ্রিতেই মিলবে মদ, কোথায় এ সুযোগ?

নিজ হাতে খদ্দেরদেরকে খাওয়াতে হবে আঙুর। আর তাতেই মিলবে মোটা অংকের বেতন। শুধু তাই নয়, মোটা অংকের বেতনের পাশাপাশি ফ্রিতে মিলবে মদ। এছাড়াও রয়েছে থাকা খাওয়ার দুর্দান্ত সু্যোগ।

 

সম্প্রতি লন্ডনের একটি বিখ্যাত রেস্তোরাঁ নাম বাচানালিয়া। পত্রিকায় এমনই একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খদ্দেরদেরকে নিজ হাতে আঙুর খাওয়ানোর জন্য উপযুক্ত ছেলে মেয়ে খুঁজছেন তাঁরা।

দ্যা মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বাচানালিয়া পত্রিকায় যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার নাম দেওয়া হয়েছে গ্রেপ ফিডার। ব্রিটিশ বিজনেস টাইকুন রিচার্ড কেয়ারিং এই রেস্টুরেন্ট চেইনের মালিক। এবং তিনিই এ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপযুক্ত চাকরি প্রার্থীদের তাড়াতাড়ি আবেদন করার জন্য।

 

 

বাচানালিয়া পুরোনো রোমান যুগের ঐতিহ্য ধরে রাখতে চাইছেন। যেখানে শতশত বছর আগে ধনী এবং রাজকীয় লোকেরা তাদের হাতে ফল খাওয়ানোর জন্য চাকর রাখতেন। বাচানালিয়া জানিয়েছে, খদ্দেরদেরকে হাতে করে আঙুর খাওয়ানোর মাধ্যমে তাঁরা রোম এবং গ্রিসের গৌরবময় সময়ের কথা মনে করিয়ে দিতে চায়।

কারা কারা এ চাকরির জন্য উপযুক্ত? বাচানালিয়ার সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ চাকরি করার জন্য প্রার্থীর সুন্দর নক থাকা আবশ্যক। সাথে ল্যাটিন ও গ্রীক ভাষা জানতে হবে। তাই এ চাকরিতে মিলবে মোটা অংকের বেতন। রয়েছে থাকা খাওয়ার সুযোগ সহ আরও অনেক কিছু।

 

জানা গেছে, এ চাকরির বিজ্ঞপ্তি বের হবার পরেই কেউ কেউ এই নতুন সুবিধা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আবার কেউ কেউ রেস্টুরেন্টের এই নতুন ধারণায় সমালোচনাও করেছেন।

#আরো পড়ুনঃ বিয়ের দিন রক সংগীতে নাচতে গিয়ে আহত বর, বিয়ের প্রথম রাত হাসপাতালে কাটল নবদম্পতির

 

আপনার জন্য
WhatsApp Logo