Friday, December 8, 2023

হাতের তালুতে সোনার কচ্ছপ! আবার মুহুর্তে উড়েও গেল, এ গুলো স্যতি কচ্ছপ না অন্যকিছু?

হাতের তালুতে হেঁটে বেড়াচ্ছে ৩টি সোনার কচ্ছপ! একটু পরে সেগুলো আবার উড়েও চলে গেল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও রহস্যজনক এ কচ্ছপ ঘিরে ক্রমশ বাড়তে কৌতুহল। যার ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোনার কচ্ছপ আবার হয় নাকি? কচ্ছপ আবার উড়তেও পারে? কচ্ছপের রহস্যজনক এ ভিডিওটি দেখার পর এমনই মন্তব্য করছেন মানুষ। তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছেন না ভিডিওতে কচ্ছপ গুলোকে দেখে। যদিও এ সোনার কচ্ছপের রহস্য উন্মোচন হয়েছে ইতিমধ্যেই।

বিজ্ঞানীরা বলছেন, হুবুহু কচ্ছপের মতো দেখতে এ গুলো আসলে একধরনের পোকা। এদের নাম ‘দ্য গোল্ডেন টরটয়েস বিটল’। এরা সোনার তৈরি নয় বরং এদের গায়ের রং সোনালী। তাই কচ্ছপের মতো দেখতে এ পোকা গুলোর এই নাম দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলেন, এ ধরনের পোকাদের চ্যারিডোটেলা সেক্সপাঙ্কটাটা’ও বলা হয়ে থাকে। এরা সাধারণত নিরামিষাশী। এরা ঘাস-পাতা খায়।

গোল্ডেন টরটয়েস বিটলদের শুধুমাত্র উত্তর আমেরিকাতেই পাওয়া যায়। এদের আকৃতি ৫-৬ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। বিজ্ঞানীরা বলেন, বয়স বাড়ার সাথে সাথে গোল্ডেন টরটয়েস বিটলদের গায়ের রং সোনালী রঙের হয়ে যায়। তবে সোনালী ছাড়াও লালচে-বাদামি রঙেরও হয়ে থাকে এরা। তাই এদের গোল্ডবাগ’ও বলা হয়।

#আরো পড়ুনঃ মায়ের ইশারায় জলে উথাল-পাতাল কীর্তি ১৬ মাসের শিশুর! ভিডিও ভাইরাল হতেই হতভম্ব মানুষ

আপনার জন্য
WhatsApp Logo