অপটিক্যাল ইলিউশন। চোখের সাথে সাথে আপনার বুদ্ধিমত্তার ও ধৈর্যের পরিক্ষা নেয়। এ পরিক্ষা গুলো নিয়মিত করলে আপনি যেমন তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হয়ে উঠবেন তেমনি অন্যদের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে উঠবেন আপনি। এমন অনেকেই আছেন যারা কিনা এসব অপটিক্যাল ইলিউশনের ধাঁধা slove করার জন্য উৎসুক হয়ে থাকেন।
তাই দিন প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral) হচ্ছে বহু অপটিক্যাল ইলিউশনের ছবি।
ঠিক তেমনই একটি ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যে ছবিতে দেখা যাচ্ছে একটি রুমের মধ্যে বেশ কিছু লোককে। ছবিতে দেখা যাচ্ছে কিছু লোক স্বাভাবিক আচরণ করছে, কয়েকজন কথা বলছে, কয়েকজন ভীত এবং চিন্তিত। অপরদিকে সোফায় একজন পুরুষ এবং একজন মহিলা বসে আছেন। ছবিতে দাবি করা হচ্ছে, রুমের মধ্যেই রয়েছে ভ্যাম্পায়ার। যা আপনাকে মাত্র ৯ সেকেন্ডের ভিতরে খুঁজে বের করতে হবে।
আপনি কি খুঁজে পেলেন ভ্যাম্পায়ার লোকটিকে? যদি না পেয়ে থাকেন তাহলে দাঁড়িয়ে থাকা পুরুষ এবং মহিলাদের দিকে ভালোভাবে লক্ষ্য করুন তাহলেই ভ্যাম্পায়ার লোকটিকে সনাক্ত করতে পারবেন। যদি তার পরেও না পেয়ে থাকেন তাহলে নিচে দেয়া ছবিটি দেখুন।
ছবিতে দেখুন কোনায় দাঁড়িয়ে থাকা লোকটির আয়নায় কোন প্রতিফলন নেই। অর্থাৎ তিনিই হচ্ছেন ভ্যাম্পায়ার। আপনি যদি আগেই ৯ সেকেন্ডের ভিতর ভ্যাম্পায়ার লোকটিকে সনাক্ত করতে পেরেছেন তাহলে congratulation. আপনি অন্যদের থেকেও তীক্ষ্ণ দৃষ্টি এবং একজন বুদ্ধিমান লোক।