#অপটিক্যাল ইলিউশনঃ ছবিতে একটি আংটি লুকানো আছে। যে আংটিটি খুঁজে না পেলে বন্ধ হয়ে যাবে বাগদান। ছবি দেখে মনে হচ্ছে আংটি হারিয়ে ফেলায় বর তার বন্ধুর উপরে প্রচন্ড পরিমানে রেগে আছেন। আর এখন আপনাকেই দায়িত্ব নিতে হবে হারানো আংটিটি খুঁজে বের করে তাদের বাগদান সম্পন্ন করতে।
কিন্তু আপনি কি পারবেন একজন দায়িত্ববান বন্ধু হয়ে বিপদে পড়া বন্ধুকে সাহায্য করতে? মনে রাখবেন, আপনি যদি বুদ্ধিমান একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই হারিয়ে যাওয়া আংটিটি খুঁজে পাবেন। এবং ধুমধাম করে দিতে পারবেন বন্ধুর বিয়ে।
আপনার সময় শুরু হচ্ছে এখন, হারিয়ে যাওয়া আংটি খুঁজে বের করুন।
খুঁজে পেলেন হারিয়ে যাওয়া আংটিটি? যদি পেয়ে যান তাহলে অভিনন্দন। আপনি বন্ধু হিসেবে একদমই পারফেক্ট। আর যদি খুঁজে না পান তাহলে আপনার জন্য কিন্তু বন্ধুর বিয়ে আটকে রইলো। তবে নিচে দেওয়া আরো একটি ছবিতে আংটিটি কোথায় সেটি দেখানো হল। আপনি মিলিয়ে নিন।
কি খুঁজে পেলেন তো? এবার এ আংটি বন্ধুকে দিয়ে তার বাগদান কাজে সাহায্য করুন। এরপর তার নতুন জীবনের জন্য তাকে অভিনন্দন জানান।
#আরো পড়ুনঃ ঈগলের মতো চোখ আর তীক্ষ্ণ মন, যে ছবিতে ৬টি পার্থক্য খুঁজে পাবে সে জিনিয়াস