অনিল নগরের রায়গড়ের বাসিন্দা মহাত্মা রাম দাস। সফল অস্ত্র পাচারের পর তার মলদ্বার থেকে বের করা হয়েছে একটি স্টিলের গ্লাস। দীর্ঘ ৪ মাস ধরে প্রচন্ড ব্যথার কারণে কাতরাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু পেটের ভিতরে এতো যন্ত্রণা কেন হচ্ছে? তা নিজে জানলেও মুখ ফুটে বলেনি পরিবারের কাউকে।
শেষমেষ অতি ভোগান্তির পর ভোপালের হামিদিয়া হাসপাতালে ছুটে গেলে চিকিৎসক অস্ত্র পাচারের পর রাম দাসের মলদ্বার থেকে বের করেন ওই স্টিলের গ্লাসটি।
কি হয়েছিল? রাম দাস চিকিৎসকদের জানিয়েছেন, ৪ মাস আগের ঘটনা। তার গ্ৰামের কিছু লোকজন মিলে তার মলদ্বারে জোর করে ঢুকিয়ে দিয়েছিল ওই স্টিলের গ্লাসটি। মলদ্বারে গ্লাস ঢোকানোর সময় রাম দাস তাদের বাঁধা দিলেও তারা কোন কথাই শোনে না রামদাসের। এরপর ঐ অবস্থাতেই বাড়ি ফিরে যান রাম দাস। কিন্তু লোক লজ্জার ভয়ে প্রিয়জন-পরিজন কাউকেই কিছুই বলেন না এ বিষয়ে তিনি।
জানা গেছে, ৪ মাস ধরে প্রচন্ড ব্যাথা সহ্য করতে না পেরে অবশেষে স্থানীয় জেলা হসপিটালে ছুটে যান রাম দাস। সেখান থেকে তাকে রেফার করা হয় ভোপালের হামিদিয়া হাসপাতালে। এরপর X-Ray রিপোর্ট পরিক্ষা করে সফল অস্ত্র পাচারের পর স্টিলের গ্লাসটি বের করা হয় রাম দাসের মলদ্বার থেকে।
রাম দাস স্থানীয় পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন। যারা তার সাথে এ কাজ করেছে তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান তিনি।
#আরো পড়ুনঃ গর্ভবতী ব্যক্তি, প্রকাশ্যে বেবি বাম্প বের করে ছবি তুলে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়