Thursday, December 7, 2023

মেরে ফেলা হবে প্রিয় পোষ্যকে, শেষবারের মতো কুকুরকে জড়িয়ে ধরে বিদায়চুম্বন মহিলার, ভাইরাল ছবি

ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মেরে ফেলা হবে প্রিয় পোষ্যকে।তাই বিদায় বেলায় পোষ্য কুকুরটিকে শেষবারের মতো জড়িয়ে ধরে তাকে বিদায়চুম্বন দিতে লাগলেন কুকুর মালিক র‍্যাচেল। কুকুরকে জড়িয়ে ধরে চুম্বন করার সেই দৃশ্যের ছবি ভাইরাল (Viral) হয় সোশ্যাল মিডিয়ায়। যে ছবি ঘিরে মন খারাপের পরিবেশ তৈরি হয়েছে সর্বত্র।

প্রায় ১২ বছরের বন্ধুত্ব র‍্যাচেল ও বোয়ির। তবে বাধ্যবাধকতার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বোয়ি। আগের মতো আর শারীরিক শক্তি নেই তার মধ্যে। তাই বয়সে ঝুঁকে থাকা কুকুরটি যাতে যন্ত্রণাহীন ভাবে এ পৃথিবী ছেড়ে চলে যেতে পারে তাই মেরে ফেলা হচ্ছে তাকে।

শত কষ্ট হলেও বিদায় জানাতে হবে পোষ্য কুকুরকে। তাই যন্ত্রণাহীন ভাবে কুকুরটিকে মেরে ফেলার জন্য ‘ইউথ্যানেশিয়া’ নামক এক ধরনের পদ্ধতি বেছে নেন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা র‍্যাচেল। এ পদ্ধতিতে প্রথমে কুকুরটিকে অবচেতন করে ফেলা হবে। এরপর বিশেষজ্ঞদের সহায়তায় মেরে ফেলা হবে কুকুরটিকে।

সংবাদ মাধ্যমকে র‍্যাচেল জানিয়েছেন, বোয়ি একটি স্প্যানিয়েল প্রজাতির কুকুর। ১২ বছর আগে বোয়িকে বাড়িতে এনেছিলেন তিনি। বোয়ি বলেন, বয়স জনিত কারণে নজু হয়ে পড়েছিল বোয়ি। তাই এর থেকে ভালো যন্ত্রণাহীন বোয়িকে মৃত্যু দিতে চান র‍্যাচেল। কিন্তু খুবই খারাপ লাগছে বোয়ির জন্য।

তবে এটা ভেবে এখন মনকে র‍্যাচেল সান্তনা দিচ্ছেন যে, বিনা যন্ত্রণায় মৃত্যুর সুখ কার কপালেই বা জোটে।

#আরো পড়ুনঃ মধ্যরাতে সিগারেট খাচ্ছিলেন বারান্দায় বসে, আকাশ থেকে মাটিতে এসে পড়ল পাথর, ভাগ্য খুলে গেল যুবকের

আপনার জন্য
WhatsApp Logo