#নিউজ ডেস্কঃ ব্রাজিলের বাসিন্দা পেশায় মডেল আর্থার। এঁকে এঁকে বিয়ে করেছেন ৯জন নারীকে। এ জন্য মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে খবরের শিরোনামে চলে আসেন তিনি। খবরের শিরোনামে চলে আসেন বিবাহিত জীবনের কারণেও। ঠিক এরই মাঝে আবারো ভাইরাল হচ্ছে আর্থারের বিবাহিত জীবন সম্পর্কিত আরও একটি খবর।
যেখানে বলা হয়েছে, ৯জন স্ত্রীর কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। শুরুর দিকে তার চেহারার সুন্দর গঠন দেখে মেয়েরা তার প্রেমে পড়েছিল। এরপর ৯জন নারীকে ভালোবেসে বিয়ে করে ফেলেন তিনি। কিন্তু এ বিবাহিত জীবন যেন কাল হয়ে উঠেছে আর্থারের জন্য। সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, আর্থারের ৯ জন স্ত্রীর মধ্যে ২ জন গর্ভবতী।
কিন্তু এতে মোটেও খুশি নন আর্থার। তিনি চাইছেন ৯ জন স্ত্রীকেই একসঙ্গে গর্ভবতী করতে। কারণ আর্থারের চোখে ২ জন স্ত্রীর সন্তান হলে তা বাকিদের জন্য ঠিক হবে না। কিন্তু আর্থারের এক স্ত্রী ক্যাথিল এবং আরেক স্ত্রী লুয়ানা আর্থারকে জানিয়েছেন, তারা কিছুতেই গর্ভবতী হতে পারবেন না। তারা বলেন, এটা তাদের জন্য এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নয়।
যদিও সন্তান নেবার জন্য আর্থার ক্যাথিলি এবং লুয়ানাকে জোর করলে তারা ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর্থারকে। শুধু তাই নয়, বাকি স্ত্রীদের চোখেও খারাপ বনে গিয়েছেন আর্থার।
আর্থার চাইছেন এ ঝামেলা থেকে মুক্তি পেতে। কারণ তিনি তার প্রত্যেক স্ত্রীকেই সমান ভালোবাসেন। যদিও মাঝে মধ্যে আর্থারের মনে হয় এতো গুলো বিয়ে বোধহয় না করলেই ভালো হতো।