Friday, December 8, 2023

Viral: কেমন যেন চেনা চেনা লাগছে! আজব প্রকৃতির মাছ হাতে নিয়ে আঁতকে উঠলেন মহিলারা

The women got stuck with the fish in their hands

 

#নিউজ ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার ড্রেকস সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক আজব প্রকৃতির মাছ খুঁজে পেলেন এক দল মহিলারা। যেই মাছটিকে হাতে নিয়ে এরপর স্বাভাবিকভাবেই আঁতকে উঠেন তাঁরা। মাছটিকে দেখে তাদের মনে হয়, এ জাতীয় সামঞ্জস্য কিছু এর আগেও তারা দেখেছেন। তাই এ বিষয়ে আরও নিশ্চিত হতে এক সমুদ্র বিশেষজ্ঞের কাছে মাছটিকে দেখাতে নিয়ে আসে তাঁরা।
 
মাছটিকে দেখে ওই  বিশেষজ্ঞ তাদের বলেন, এটি হচ্ছে পেনিস ফিস। অর্থাৎ পুরুষের পুরুষাঙ্গের মতোন দেখতে এ মাছ। আর এ কারণেই এ মাছের নাম দেওয়া হয়েছে পেনিস ফিস নামে। যদিও এটা জানার পর স্বাভাবিকভাবেই লজ্জায় পড়ে যান মাছটিকে এখানে নিয়ে আসা মহিলারা। তারা মাছটিকে খুঁজে পাওয়ার বিষয়ে ওই ব্যক্তিকে বলেন, তারা ফ্রান্স থেকে এ সমুদ্র তটে বেড়াতে এসেছিলেন। হঠাৎ বিচের বালিতে মাছটিকে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 
ওই সমুদ্র বিশেষজ্ঞ বলেন, এ মাছগুলো সাধারণত সমুদ্রের খুব নিচে বাস করে। কিন্তু সম্প্রতি ওই এলাকাতে বয়ে যায় এক বিশাল সমুদ্র ঝড়। ফলে এ মাছ গুলো জলের উপরে উঠে আসে। ওই বিশেষজ্ঞ আরও বলেন, জল থেকে উঠে এসে তারা বালির নীচে গর্ত করে থাকে যতক্ষণ না আক্রমণাত্মক আবহাওয়া তাদের আবার সমুদ্রে নিয়ে যায়। হয়তো এ মাছ গুলো পরে সমুদ্রে যেতে পারেনি।
 
এদিকে ওই মহিলাদের মাছ হাতে নেওয়া একটি ছবি ভাইরাল (viral) হয় সোশ্যাল মিডিয়ায়।

আপনার জন্য
WhatsApp Logo