#নিউজ ডেস্কঃ ব্রিটেনের বাসিন্দা ড্রেউইট বার্লো (৫২) ও স্কট হাচিনসন (২৭)। দু’জনেই সমকামী দম্পতি। সম্পতি তারা তাদের সদ্যোজাত সন্তান রোমিয়ো টারকুইনের নামে লিখে দিয়েছেন ২৮ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় ২২ কোটি টাকা মূল্যের একটি বাড়ি।
শুধু তাই নয়, সেই সঙ্গে সদ্যোজাত সন্তানকে উপহার স্বরুপ দিয়েছেন একটি আলমারি। যেই আলমারিতে রয়েছে ২৮ লক্ষ টাকার পোশাক।
গত ১২ অগস্ট সারোগেট (Surrogate) পদ্ধতিতে সন্তানের জন্ম দেন এ দম্পতি। তবে সন্তান পৃথিবীতে আসার আগেই সন্তান নিয়ে ছিল ড্রেউইট ও স্কটের মনে নানান পরিকল্পনা। তারা চাইতেন যে তাদের সন্তান রাজকীয় ভাবে জীবনযাপন করুক। আর এ স্বপ্ন পুরণ করতেই ২২ কোটি টাকা মূল্যের বিশাল বাড়ি সদ্যোজাত ছেলেকে লিখে দিয়েছেন তাঁরা।
ড্রেউইট ও স্কট হলেন ব্রিটেনের প্রথম সমকামী দম্পতি যারা কিনা সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করেছেন। অন্যদিকে টাকা পয়সারও কোন অভাব নেই ড্রেউইট ও স্কটের। তারা দু’জনেই একই ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬০০ কোটি টাকারও বেশি।
তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে যাতে কোন প্রকার সমস্যা না হয় এজন্য তাঁরা দুজনে মিলে একটি ট্রাস্ট খুলেছিলেন। যেই ট্রাস্টে রোমিয়োর জন্মের খুশিতে ১০ কোটি টাকা দান করেন তাঁরা।
স্কটের সাথে সম্পর্কে যাওয়ার আগে ড্রেউইটের সঙ্গে সম্পর্ক ছিল এক ব্যবসায়ীর সাথে। পরে ভালোবেসে স্কটকে বিয়ে করেন ড্রেউইট।
#আরো পড়ুনঃ মটরসাইকেলের ব্যাক সিটে ষাঁড়! রকেটের গতিতে বাইক চালাচ্ছেন ব্যক্তি, ভিডিও ভাইরাল হতেই কৌতুহল তুঙ্গে