#নিউজ ডেস্কঃ দুঃখের সময় মানুষ কাঁদে। আর আনন্দের সময় মানুষ হাসে। হাসি-কান্না নিয়েই মানুষের জীবন। কিন্তু একবার ভাবুন তো যদি আপনি চাইলেও না পারবেন কাঁদতে আর না পারবেন খুশির মুহুর্তে হাসতে! তাহলে কেমন হতো? এর চেয়েও বোধহয় মরে যাওয়া অনেক ভাল।
তেমনি একটি বিরল রোগে আক্রান্ত নিউজিল্যান্ডের বাসিন্দা ২৪ বছর বয়সী টাইলা ক্লিমেন্ট (Tayla Clement) নামের এক তরুণী মহিলা। যদিও তার ছবি দেখলে মনে হয় তিনি যেন কাঁদছেন। কিংবা তার চেহারায় একটি দুঃখ ধরা পড়ছে। কিন্তু একদমই নয়। টাইলা মোটেও কাঁদছেন না। এটাই তার স্বাভাবিক চেহারা। এমনকি তিনি চাইলেও কোনদিন হাসতে পারেন না।
টাইলার বয়স যখন ৮ মাস এক অদ্ভুত সিনড্রোম সম্পর্কে জানতে পারেন তার মা-বাবা। তারা জানতে পারেন, এ রোগ হলে মানুষ চাইলেও কোনদিন হাসতে কিংবা কাঁদতে পারেন না। টাইলার মা-বাবা বলেন, এ অজানা রোগের কারণে টাইলার মুখের পেশি ঠিক ভাবে আন্দোলিত হয়নি। এখন টাইলার বয়স ২৪ বছর। কোন অনুভুতি চেহারার মাধ্যমে প্রকাশ করতে না পারায় তাই টাইলাকে নিয়ে হাসিতামাশা করেন অনেকে।
View this post on Instagram
বহুবার আত্মহত্যা করার কথা চিন্তা করেছেন টাইলা। কিন্তু সাহস না হাওয়ায় করতে পারেননি। তাই টাইলা নিজের এ রোগকে মেনে নিয়েই বেঁচে আছেন। ইনস্টাগ্রাম এবং টিকটকে রিলস ভিডিও তৈরি করেন টাইলা। লোকে এখন তাকে যাই বলুক এতে তিনি কিছুই মনে করেন না।
#আরো পড়ুনঃ ব্যালেন্স চেক করতে গিয়ে হতভম্ব যুবক, গুগল থেকে আচমকাই একাউন্টে ঢুকলো ২ কোটি টাকা, তারপর?