#নিউজ ডেস্কঃ অনলাইন থেকে চিকেন লেগ পিস অর্ডার করেছিলেন ড্যামিয়েন স্যান্ডারস নামে এক ব্যক্তি। এরপর সেই খাবারের প্যাকেট বাড়িতে আসলে তা খুলতেই সঙ্গে সঙ্গে থ হয়ে যান স্যান্ডারস। তিনি দেখতে পান, ভেতরে কোন লেগ পিস নেই! বদলে শুধু চিবানো হাড়। চিবানো হাড়ের সঙ্গে ছিল একটি চিঠিও আর সেই চিঠি দিয়েছিলেন ভেলিভারি বয়।
স্যান্ডারস বলেন, চিঠিতে লেখা ছিল চিকেন লেগ পিস গুলো খেয়ে ফেলেছেন ভেলিভারি বয় নিজেই। ওই চিঠিতে আরোও লেখা ছিল অতিরিক্ত খিদের জ্বালা সহ্য করতে না পেরে লেগ পিস গুলো খেয়ে ফেলেছেন তিনি। স্যান্ডারস বলেন, তিনি অনলাইন থেকে মোট ৩ ধরনের খাবার অর্ডার করেছিলেন। চিপ্স, চিকেন উইংস ও ঠান্ডা পানীয়। স্যান্ডারসের দাবি, চিপস ও কোল ড্রিঙ্কস ঠিক থাকলেও ছিল না চিকেন উইংস। বদলে শুধু ছিল চিবানো হাড়।
View this post on Instagram
নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে পুরো ঘটনার ছবি ও ভিডিও পোস্ট করে স্যান্ডারস বলেন, খাবারের প্যাকেটে চিকেন লেগ পিসের বদলে শুধু হাড় পেয়ে প্রথমে রাগ ধরেছিল তার। কিন্তু পরে ওই ভেলিভারি বয়ের চিঠি পড়ে তার মন কিছুটা শান্ত হয়ে যায়। কারণ সে লিখেছিল, খাবার কেনার জন্য এক পয়সাও ছিল না তার কাছে। প্রচন্ড খিদের কারণে এরপর সে লেগ পিস গুলো খেয়ে ফেলে। চিঠিতে ওই ভেলিভারি বয় লেখেন, এর জন্য সে খুব শীঘ্রই চাকরি ছেড়ে দেবে।