#নিউজ ডেস্কঃ অ্যামাজনে কেনা কাটা করা লোকের সংখ্যা কম নয়। যদিও অনলাইনের এ দোকানটি তাদের পণ্যের কারণে মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে। এবার আরও একবার খবরের শিরোনামে উঠে আসলো ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon)। যেখানে এবার বিক্রি হচ্ছে পাকিস্তানি পতাকার নকশা সহ একজোড়া বিকিনি। সাথে অপমান করা হয়েছে শ্রীলঙ্কাকেও।
গতকাল অর্থাৎ ১১ সেপ্টেম্বর ছিল এশিয়া কাপের ফাইনাল ম্যাচ পাকিস্তান এবং শ্রীলংকার মধ্যে। যে ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা পাকিস্তানকে ১৭১ রানের টার্গেট দিলেও পাকিস্তানের পুরো দল ১৪৭ রানেই গুটিয়ে যায়। তাই অ্যামাজনে বিক্রি হওয়া পাকিস্তানের জাতীয় পতাকার নকশা আঁকা বিকিনি এবং শ্রীলংকা জাতীয় পতাকার নকশা আঁকা বিকিনিকে এশিয়া কাপের সঙ্গে যুক্ত করে হাসি তামাশা করছেন অনেকে।
অ্যামাজনে এ দুই দেশের জাতীয় পতাকার বিকিনি বিক্রি হচ্ছে ৩০ ডলারে। যা ভারতীয় মুদ্রায় ২,৩৯০ টাকা। দুই দেশের পতাকার বিকিনির বিশেষত্ব হলো এগুলো 3D প্রিন্ট করা। ফলে ধুলেও রং যাবে না বিকিনি গুলোর। যদিও এ বিকিনি দুটো ভারতীয় অ্যামাজনের অ্যাপে বা অ্যামাজন ইন্ডিয়ার সাইটে পাওয়া যাচ্ছে না। কেবল গুগলে সার্চ করলে ভিন্ন একটি দেশের অ্যামাজন সাইটে এ বিকিনি দুটো পাওয়া যাচ্ছে।
pakistan flag bikini amazon🤣 pic.twitter.com/6fTtbD9f4u
— Akash Baidya (@baidyaakash777) September 12, 2022
Sri Lanka flag bikini amazon pic.twitter.com/matIXRoxD5
— Akash Baidya (@baidyaakash777) September 12, 2022
দুই দেশের জাতীয় পতাকা অবমাননা করে বিকিনি বিক্রির বিষয়ে কিছুই জানায়নি অ্যামাজন কর্তৃপক্ষ। যদিও জাতীয় পতাকা অবমাননা করে বিকিনি বিক্রি এই প্রথম নয়। গত বছর, অ্যামাজন কর্ণাটকের রাজ্য পতাকা বহনকারী বিকিনি বিক্রির জন্য কানাডা, যুক্তরাজ্য, জাপান এবং মেক্সিকোর মতো দেশ গুলিতে বিতর্কে জড়িয়েছিল। এর আগেও শ্রীলঙ্কার জাতীয় পতাকার তৈরি একটি বিকিনিও বিক্রি হচ্ছিল অ্যামাজনে।