#নিউজ ডেস্কঃ শিলাবৃষ্টি বললেও ভুল হবে। এ যেন ২০ ইঞ্চির পাথর। আর এ পাথরের মতো দেখতে শিলাবৃষ্টির জেরেই স্পেনে আহত হয়েছেন অন্তত পক্ষে ৫০ জন। তাও আবার ১০ মিনিটের মধ্যে। ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এ খবর পাওয়া গিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (Tuesday) ৩০ আগস্ট স্পেনের কাতালুনিয়ার জিরোনা অঞ্চলে আঘাত হানে এ শিলাবৃষ্টি। ফলে এই শিলাবৃষ্টি থেকে প্রাণ বাঁচাতে এদিক-সেদিক ছুটতে থাকে মানুষ। কেউ কেউ আশ্রয় নেন রাস্তার পাশের দোকান গুলিতে। কেউ বা আশ্রয় নেন কারো বাড়ির ভিতরে। তবে এই বৃষ্টি শুরু হতেই কারো বাড়ির কাঁচ, কারো জানালার কাঁচ, কিংবা কারো আবার গাড়ির কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায়। তবে এ শিলাবৃষ্টি থেকে প্রাণে বাঁচতে গিয়ে আহত হয়েছেন ৫০ জন।
A toddler has died after being hit by a huge hail stone during a horror storm in Spain.
The 20-month-old girl was one of 30 people hurt after hail stones around four inches in diameter rained down in and around the Catalan town of La Bisbal de l’Emporda. pic.twitter.com/Ve475yJ5i2
— Telegraph Global Health Security (@TelGlobalHealth) August 31, 2022
এক স্থানীয় বাসিন্দা বলেন, শিলাবৃষ্টির জেরে কাতালুনিয়ার জিরোনা অঞ্চলের বন্ধ বিদ্যুত সংযোগ। ওই মহিলা বলেন, এ বৃষ্টিপাতের জেরে মাত্র ১০ মিনিটের মধ্যেই তছনছ হয়ে গিয়েছে সব কিছু। এদিকে এ ঘটনায় স্পেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ২০০২ সালের পর এটাই অঞ্চলটিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা। তাই এই শিলাবৃষ্টিকে তিনি ট্রাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন।